মরুশহরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের জন্য দলে ভাল স্পিনারের উপস্থিতি জরুরি, আর লেগ স্পিনার হলে তো কথাই নেই। টি-টোয়েন্টিতে বর্তমানে লেগ স্পিনারদের চারিদিকে ধুম। সর্বদা সেরাদের তালিকায় চট করে তাঁর নাম না আসলেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু দারুণ ছন্দে রয়েছেন অ্যাডাম জাম্পা।
শ্রীলঙ্কার বিরুদ্ধেও ম্যাচে চরিথ আসালঙ্কা এবং কুশল পেরেরার সুবাদে একসময়ে তড়তড়িয়ে এগানো গাড়িতে স্পিড ব্রেকার লাগান জাম্পা। তিনি আসালঙ্কার উইকেট তুলে নেওয়ার পরই প্রতি ওভারে আট রানেরও অধিক গতিতে চলা লঙ্কান ইনিংস গতি হারায়। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে রানের গতি তো চাপেনই, উপরন্তু আসালঙ্কার পাশাপাশি আভিষ্কা ফার্নান্দোর উইকেটও নেন জাম্পা। এই ম্যাচে দুই উইকেটের সুবাদেই নজির গড়ে ফেলেন অজি স্পিনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরেক লেগ স্পিনার, ভারতের যুজবেন্দ্র চাহাল ও ইংল্যান্ডের ক্রিস জর্ডনের ১৫ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে সর্বাধিক ১৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জাম্পা। চাহালদের পরেই যুগ্মভাবে ডোয়েন ব্র্যাভো, শাহিদা আফ্রিদি, সাইদ আজমল ও ইমরান তাহিরের শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। প্রথাগতভাবে স্পিনের ভাল খেলার জন্য প্রচলিত এক এশিয়ার দলের বিরুদ্ধে জাম্পার এই রেকর্ড নিঃসন্দেহে তাঁর দক্ষতাকেই প্রকাশ করে। ‘’