বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: IPL-এ সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে, সেই আদিল রশিদই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড

T20 WC: IPL-এ সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে, সেই আদিল রশিদই গড়ে ফেললেন বিশ্বরেকর্ড

আদিল রশিদকে ঘিরে ইংল্যান্ড সতীর্থদের উচ্ছ্বাস। ছবি- এএনআই। (ANI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই রান দিয়ে চার উইকেট নেন রশিদ।

আইপিএলের দ্বিতীয় ভাগে পঞ্জাব কিংসের হয়ে নিজের ডেবিউ ম্যাচের পর আর কোনরকম সুযোগ পাননি আদিল রশিদ। তবে মন্দের ভাল বলতে জুটেছিল সুনীল গাভাসকরের উচ্ছ্বসিত প্রশংসা। সেই আদিল রশিদই ইংল্যান্ডের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে গড়ে ফেললেন একগুচ্ছ নজির।

২.২ ওভারে দুই রানের বিনিময়ে চার উইকেট, ২০ ওভারের খেলায় এমন বোলিং পরিসংখ্যান সচরাচর দেখা যায় না বললেও কম বলা হবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই রশিদের পরিসংখ্যান। এবারে আমিরশাহিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্পিনারদের যে বড় ভূমিকা থাকবে, তা সকলেই আন্দাজ করতে পেরেছে। সেই ভাবনাই সত্যি করে দেখালেন রশিদ। তাঁর স্পিনের জালে নাস্তানাবুদ হয়ে একে একে সাজঘরে ফিরলেন আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ডের মতো মেগা তারকারা। 

ইংল্যান্ডের লেগ স্পিনার এই ম্যাচেই গড়ে ফেললেন একাধিক রেকর্ড। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শাহিদ আফ্রিদির ১১ রানে চার উইকেট নেওয়াকে পিছনে ফেলে রশিদের দুই রানে চার উইকেটই লেগ স্পিনার হিসাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা পারফরম্যান্স। পাশপাশি ইংল্যান্ডের হয়েও টি-টোয়েন্টিতে পরিসংখ্য়ানের বিচারে এটা সেরা বোলিং পারফরম্যান্স। শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে স্টিভ টিকোলোর সঙ্গে যুগ্মভাবে এক ইনিংসে সবথেকে কম রান দিয়ে চার উইকেট নেওয়ারও নজির গড়েন রশিদ। ইংল্যান্ডের জন্য রশিদের এই ফর্ম নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন