বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: অধিনায়কত্ব করাটা বেশ কঠিন, একবাক্যে স্বীকার করে নিচ্ছেন আফগান তারকা মহম্মদ নবি

T20 WC: অধিনায়কত্ব করাটা বেশ কঠিন, একবাক্যে স্বীকার করে নিচ্ছেন আফগান তারকা মহম্মদ নবি

আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। ছবি- রয়টার্স।

প্রথমে অধিনায়ক হিসাবে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রশিদ খানের।

শুভব্রত মুখার্জি

দেশ হিসেবে এই মুহূর্তে আফগানিস্তান বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গোটা দেশ এখন তালিবান নিয়ন্ত্রণাধীন। এমন আবহে দাঁড়িয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে চলেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে রশিদ খানদের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার মহম্মদ নবি। বিশ্বকাপ শুরুর আগেই তিনি অকপটে স্বীকার করে নিচ্ছেন অধিনায়কত্বের কাজটা বেশ কঠিন। 

উল্লেখ্য, জাতীয় দলের অধিনায়ক হিসেবে এটি নবির দ্বিতীয় টার্ম। ৩৬ বছর বয়সী এর আগে নবি ২০১৩-১৫ জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন। নবির আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলেও তিনি দীর্ঘদিন খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেইসব অভিজ্ঞতাকেই দলের স্বার্থে কাজে লাগাতে চান নবি। অক্টোবর মাসের ১০ তারিখ নবির হাতে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। প্রথমে রশিদ খানের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলেও তিনি অনিচ্ছুক থাকার কারণে নবিকে এই দায়িত্ব দেওয়া হয়। 

বিশ্বকাপ শুরুর আগে এই বিষয়টি নিয়ে নবি বলেন, 'সত্যি বলতে দিনের শেষে এটা (অধিনায়কত্ব) বেশ কঠিন কাজ। আমি আমার দলকে নেতৃত্ব দিতে আমার সেরাটা উজাড় করে দেব। টুর্নামেন্টে আমরা ভাল ফল করার চেষ্টা করব। ইভেন্টে অধিনায়ক হিসেবে খেলতে পারার সুযোগ পাওয়াতে আমি যথেষ্ট উত্তেজিত।' ২৫ শে অক্টোবর আফগানরা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে কোয়ালিফাইং রাউন্ডে জেতা দেশগুলোর মধ্যে থেকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.