বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: এক বলে তিনবার রান আউটের সুযোগ হাতছাড়া, মিস দেখলে হাসি থামাতে পারবেন না-ভিডিয়ো

T20 WC: এক বলে তিনবার রান আউটের সুযোগ হাতছাড়া, মিস দেখলে হাসি থামাতে পারবেন না-ভিডিয়ো

নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচে আয়ারল্যান্ডের সিমি সিং। ছবি- স্ক্রিনগ্র্যাব।

নমিবিয়া-আয়ারল্যান্ডের ম্যাচে আইরিশদের ব্যাটিং ইনিংসের শেষ বলে ঘটনাটি ঘটে।

শারজার ময়দানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নমিবিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। এই ম্যাচেই আয়ারল্যান্ডের ইনিংসের শেষ বলে রান আউট ঘিরে এমন কান্ড ঘটল যা হয়তো বিশ্বকাপের মঞ্চে এর আগে কেউ কখনো দেখেছে।

ইনিংসের শেষ বলে ডেভিড ওয়াইজের বিরুদ্ধে ব্যাট করছিলেন সিমি সিং। ওয়াইজের সঠিক ঠিকানায় রাখা ইয়র্কার কোনরকমে আটকেই শেষ বলে রান নিতে দৌড় দেন সিমি ও তাঁর পার্টনার ক্রেগ ইয়ং। নিজের ফলো থ্রুতে বল হাতে পেয়েও ওয়াইজ ইয়াংকে রান আউট তো করতেই পারেন না, উপরন্তু বল থ্রো করেন যা নমিবিয়া কিপার ধরার আগেই চলে যায় বাউন্ডারির কাছে। দুই রানের প্রচেষ্টায় থাকা আইরিশ ব্যাটারদের তখনও রান আউট করার সুযোগ মিস করেন নমিবিয়ার কিপার।

এইখানেই কিন্তু নাটক শেষ নয়। আরও এক অতিরিক্ত রানের আশায় ইয়ং ফের ছুট লাগান। সিমি তার কলে সাড়া দিলেও নমিবিয়া কিপারের হাতে তখন বল। নন-স্ট্রাইক এন্ডে তিনি বল ছুঁড়ে দেন। তখন দুঃস্বপ্নে হয়তো সিমিও রান পূর্ণ করার আশা রাখেননি। কিন্তু সকলকে চমকে দিয়ে সিমি মাঝ পিচের আগে থাকলেও নমিবিয়া ফিল্ডার তাড়াহুড়োর চোটে নন-স্ট্রাইক এন্ডে বল ধরতেই পারেননি। পরিণামে যেখানে এক রানও হওয়ার কথা ছিল না, সেখানে আইরিশরা তিন রান পেয়ে যায়।

এই ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার ১২-এ স্থান পাকা করার হাতছানি ছিল। তাই এমন ভুল বড় আকার নিতে পারত। তবে ভাগ্যক্রমে নমিবিয়া সহজেই ম্যাচ জিতে নেয়। কাকতালীয় হলেও সেই সময় ক্রিজে উপস্থিত ছিলেন ডেভিড ওয়াইজই।

বন্ধ করুন