দুবাইয়ের ময়দানে রবিবার (১৪ নভেম্বর) নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়ার পুরুষ দল। ছয় বছর পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম আইসিসি খেতাব। স্বাভাবিকভাবেই দুরন্তভাবে খেতাব জয়ের আনন্দে ভাসেন অজি দলের সকলেই। তবে তাদের সেলিব্রেশন নিয়েই এবার জঘন্য বলে বিদ্রুপ করলেন শোয়েব আখতার।
খেতাবজয়ী অস্ট্রেলিয়ান দলের সেলিব্রেশনের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কালো চশমা পরে পুরো আওয়াজ দিয়ে সাজঘরে নেচে, মদ খেয়ে নিজেদের জয় উৎযাপন করেন অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টইনিসরা। তাদের সেলিব্রেশনেরই এক ভিডিয়োয় দেখা যায় ম্যাথু ওয়েড, স্টইনিস, ফিঞ্চরা জুতোতে মদ ঢেলে সেখান থেকেই সেই মদ আবার নিজেরা খাচ্ছেন। এই নিয়েই নিজের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন শোয়েব। তিনি ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এটা সেলিব্রেট করার একটু বেশিই ঘৃণ্য পদ্ধতি, তাই নয় কি?’ এবং ভিডিয়োর মধ্যে লেখেন, ‘এটা আপনারা কী করলেন।’
আখতার ফাইনালের দিন দুবাইয়ের ময়দানে উপস্থিত ছিলেন এবং একেবারে সামনে থেকে অস্ট্রেলিয়ার খেতাব জয় উপভোগ করেন। প্রসঙ্গত,পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিলেন অজিরা। প্রাক্তন পাকিস্তান বোলার শোয়েব বাবর আজমের বদলে ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা মনোনীত হওয়া নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।