চলতি বিশ্বকাপে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার ঘটনাবহুল সেমিফাইনালের পর প্রচুর চর্চার বিষয় উঠে আসে। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে মহম্মদ হাফিজের হাত পিছলে যাওয়া দু ড্রপের বলকে ডেভিড ওয়ার্নার বিশাল ছক্কা হাকিয়ে স্ট্যান্ডে পাঠান। এই ঘটনা নিয়ে তুলকালাম ক্রিকেট মহলে।
গৌতম গম্ভীর, হরভজন সিংয়েরা একে স্পিরিট অফ ক্রিকেট বিরোধী বললেও অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ওই শটকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন। এতেই চটেছেন প্রাক্তন পাকিস্তান কোচ তথা কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিস। নিয়ম অনুযায়ী ওয়ার্নার ওই বল ছক্কা মারায় ওয়াকারের কোনো আপত্তি নেই। তবে এমন ঘটনা ক্রিকেটের ভাবমূর্তি এবং বিশেষত পরবর্তী প্রজন্মের তরু