বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: খারাপ ফিল্ডিংই কাল হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে আফসোস বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহের

T20 WC: খারাপ ফিল্ডিংই কাল হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে আফসোস বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহের

বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। ছবি- এএনআই। (ANI)

নাগাড়ে তিন ম্যাচ হেরে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার ১২-এ নিজেদের তৃতীয় ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। মাত্র ১৪৩ রানও তাড়া করতে পারেনি দল। ম্যাচ হেরে দলের ফিল্ডিংয়ের পাশপাশি ব্যাটিং পারফরম্যান্স নিয়েও নিজের হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।

ম্যাচের পর মাহমুদুল্লাহ দলের ফিল্ডিং নিয়ে নিজের হতাশা প্রকাশ করে জানান, ‘বোলাররা ভালই বলে করেছে। কিন্তু আমরা কিছু সুযোগ হাতছাড়া করি, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ১০-১৫ রান বেশি করতে পারে। টি-টোয়েন্টিতে কিছু ম্যাচ জিতবে, কিছু ম্যাচ হারতেও হয়। তবে ক্যাচ ছাড়া নিঃসন্দেহে একটা বড় চিন্তার কারণ, আমাদের এই বিভাগে আরও অনেক উন্নতি করার প্রয়োজন।’

ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২৪ রানেই থমকে গিয়েছিল বাংলাদেশ ইনিংস, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৩ রান করতে ব্যর্থতা, প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং নিয়েও। ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ‘আমরা শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টায় ছিলাম, তবে এই উইকেটে সেটা সম্ভব হচ্ছিল না। শর্ট পিচ বল করলে এই পিচে মারাটা খুবই কঠিন। বোলাররা ভালই করেছি, ব্যাটিংটাই ঠিক হল না। তবে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’ দাবি মাহমুদুল্লাহের।

বন্ধ করুন