শুভব্রত মুখার্জি
বুধবার (৩ নভেম্বর) রাতে আফগানিস্তান দলের বিরুদ্ধে ম্যাচে ভারত বড় জয় পেয়েছে। পরপর দু'টি ম্যাচে হারার পরে এই জয় স্বাভাবিকভাবেই ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা কিছুটা হলেও বাচিয়ে রেখেছে। এদিন ভারতীয় ব্যাটাররা যথেষ্ট ভাল ফর্মে ছিলেন। ওপেনিং জুটিতে রোহিত-রাহুল ভারতের হয়ে ভাল শুরু করার পরে হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্তের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত ২০০ রানের গন্ডি পেরিয়ে যায়। ম্যাচ চলাকালীন দুF রান নিতে গিয়ে অসাবধানতাবশত আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ শেহজাদ এবং হার্দিক পান্ডিয়া দু'জনে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিন ভারতীয় ইনিংসের শেষের আগের ওভারের প্রথম বলে ঘটে ঘটনাটি। তখন বল করছিলেন আফগান পেসার নবীন উল হক। নবীন স্লোয়ার বুঝতে না পেরে হার্দিক আগেভাগেই ব্যাট চালিয়ে ফেলেন। তবে নজিবুল্লাহ জাদরান হার্দিকের ক্যাচটি ধরতে পারেননি। দুই রানের সুযোগ রয়েছে বুঝতে পেরে ঋষভ এবং হার্দিক দু'জনেই তাড়াহুড়ো করে দ্বিতীয় রান সম্পূর্ণ করতে উদ্যত হন। সেইসময় হার্দিক এবং শেহজাদ কেউ কাউকে লক্ষ্য করেননি। ফলে অসাবধানতাবশত হার্দিক সজোরে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা শেহজাদকে গুঁতো। মাটিতে পড়ে যান দু'জনেই। তবে স্বস্তির বিষয় কোনো ক্রিকেটারের গুরুতর কোনো চোট লাগেনি।
উল্লেখ্য, এই ম্যাচে ব্যাট হাতে মারকাটারি মুডে ছিলেন হার্দিক। মাত্র ১৩ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে যান তিনি। ঋষভ পন্ত ও ২৭ রান করে অপরাজিত থাকেন। এর আগে রোহিত শর্মা ৭৪ রান এবং রাহুল ৬৯ রান করেন। ফলে ভারত ২১০ রান করতে সমর্থ হয়। রান তাড়া করতে নেমে আফগানরা ১৪৪ রানেই আটকে যায়। ফলে ৬৬ রানের এক বড় জয় পায় ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।