T20 WC: ভারতকে কি ঘুরিয়ে চোকার বলে দিলেন ভন?
১ মিনিটে পড়ুন . Updated: 01 Nov 2021, 01:47 PM IST- নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর আশা প্রায় শেষ।
পাকিস্তানের পর নিউজিল্যান্ড, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ হেরে কার্যত টুর্নামেন্ট থেকেই ছিঁটকে যেতে বসেছে ভারতীয় দল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের এমন পারফরম্যান্সে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এই অবস্থায় মাইকেল ভন মনে করিয়ে দেন ভারতের এই অসুখ বহু পুরনো।
নিউজল্যান্ডের বিরুদ্ধে টস হেরে ভারতীয় দল প্রথমে ব্যাট করে। টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রান করার পরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন মনে করিয়ে দেন যে ভারত অতীতেও ভাল দল থাকা সত্ত্বেও ঝুলিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভন লেখেন, ‘সত্যি বলতে, ভারতীয় দলের যে ধরনের প্রতিভা ও গভীরতা রয়েছে, সেই তুলনায় সাদা বলের ক্রিকেটে ওরা বহু বছর ধরেই অভিপ্রেত সাফল্য লাভে ব্যর্থ হয়েছে। এটাই সত্য।’
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এর আগের সবকটি আইসিসি ইভেন্টে ভারত সেমিফাইনাল অবধি অন্তত পৌঁছেছে। তবে কোনবারই তারকাখচিত দল খেতাব নিজেদের নামে করতে পারেনি। এবার সেমিতে যাওয়ার আশায়ও ভারতের কার্যত শেষ বললেই চলে। তাই অপ্রিয় হলেও ভনের কথা একেবারেই ফেলনা নয়। বিশ্বকাপে এহেন পারফরম্যান্সের পর ভারতীয় বোর্ড এবং ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।