বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: হারের পর নেটমাধ্যমে কটুক্তি মহম্মদ শামিকে, পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ ইরফান পাঠানের

T20 WC: হারের পর নেটমাধ্যমে কটুক্তি মহম্মদ শামিকে, পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ ইরফান পাঠানের

পাকিস্তানের বিরুদ্ধে বোলার মহম্মদ শামি। ছবি- রয়টার্স। (REUTERS)

পাকিস্তানের বিরুদ্ধে নিজের তিন ওভারে ৪৩ রান দেন শামি, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়োন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ১০ উইকেটে কার্যত পর্যদুস্ত হয়েছে। ভারতের বিশ্ববন্দিত ফাস্ট বোলিং আক্রমণকে এই ম্যাচে একদমই নির্বিষ দেখিয়েছে। দলের হতাশাজনক পারফরম্যান্সের পরই নেটপাড়ার একাংশের জঘন্য মন্তব্যের শিকার হয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। এর বিরুদ্ধেই গর্জে উঠলেন ইরফান পাঠান।

মহম্মদ শামি একদমই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। নিজের তিন ওভা৪৩ রান দেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক। এরপরেই তার উদ্দেশ্যে ধেয়ে আসে কটাক্ষ। তাঁকে ম্যাচের পর পাকিস্তানে চলে যেতে বলার পাশপাশি, তিনি এমন পারফর্ম করতে কত টাকা নিয়েছেন, শালীনতার সীমা লঙ্ঘন করে অনেকেই কটুক্তি করেন বাংলা তথা ভারতের তারকা বোলারকে। এহেন অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন ইরফান।

নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘আমিও মাঠে ভারত-পাকিস্তান ম্যাচে পরাজয়ের সাক্ষী ছিলাম, তবে আমায় কোনদিনও পাকিস্তানে চলে যেতে বলেনি কেউ। আমি কিছু বছর আগেকার ভারতবর্ষের কথা বলছি।এই জঘন্য জিনিসপত্রগুলি শীঘ্রই থামা অত্যন্ত প্রয়োজনীয়।’ নিজের পরের ম্যাচে মুখে নয়, নিশ্চয়ই বল হাতে আগুন ঝরিয়েই এই অপমানের জবাব দিতে মুখিয়ে থাকবেন শামি।

বন্ধ করুন