মাত্র ছয়দিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় তারকা মহম্মদ শামির উদ্দেশ্যে ধেয়ে এসেছিল কদর্য আক্রমণ। তাঁর ধর্মের কথা মাথায় রেখে করা হয়েছিল কটুক্তি। তবে ছয়দিনেই সম্পূর্ণ বদলে গেল ছবিটা। করতালি মাধ্যমে দুবাইয়ের ময়দানে স্বাগত জানানো হল শামিকে।
পাকিস্তানের বিরুদ্ধে হারের প্রধান দায়ভার চাপিয়ে শামির ওপর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা দেশ। প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ, নেটিজেনদের বেশিরভাগ এবং ভারতীয় দলে তাঁর সতীর্থরা সকলেই শামির উদ্দেশ্যে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। নিউজিল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে বিরাট কোহলি সোজাসুজি শামিকে খারাপ কথা বলা নেটিজেনদের একাংশের তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করেন এবং পাশে থাকার বার্তা দেন। বিরাট যে শামির পাশে একা দাঁড়িয়ে নন, তা দুবাইয়ের রবিবারের ময়দানই প্রমাণ করে দিল।
নিউজিল্যান্ড ম্যাচে এমনিতে শুরু থেকে ভারতীয় সমর্থকদের কাছে নিয়ে গলা ফাটানোর মতো তেমন কিছু ছিল না। তবে শার্দুল ঠাকুর আউট হওয়ার পর শামি ব্যাট হাতে ক্রিজে নামতেই গোটা স্টেডিয়াম করতালি দিয়ে সংবর্ধনা জানায় ভারতীয় তারকাকে। এভাবেই কুরুচিকর আক্রমণ করা সমালোচকদের গালে সজোরে থাপ্পড় বসাল দুবাইয়ের ময়দান। পাশপাশি এও প্রমাণ করে দিল যে ওই ধরনের ট্রোলদের সংখ্যা বিন্দুমাত্র এবং দলের তারকাদের সম্মান জানাতে জানে ভারতীয় সমর্থকগোষ্ঠী।