সেমিফাইনালের আশা প্রায় শেষ। খাতায়-কলমে কিছুটা আশা বেঁচে আছে। সেই আশাটুকুও জিইয়ে রাখতে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে জিততে হবে ভারতকে। কিন্তু সেই পরিস্থিতিতে রশিদ খানদের বিরুদ্ধে হারলে কি ভারত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে, দেখে নিন অঙ্ক -
আপাতত 'সুপার ১২'-এর 'গ্রুপ ২'-তে শীর্ষে আছে পাকিস্তান। চার ম্যাচে পয়েন্ট আট। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছেন বাবর আজমরা। দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে পৌঁছাবে, সেটা নিয়েই যত লড়াই। আপাতত দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। তিন ম্যাচে আফগানদের ঝুলিতে আছে চার পয়েন্ট। নেট রানরেট +৩.০৯৭। বুধবার ভারতের বিরুদ্ধে জিতে গেলে রশিদদের সেমিফাইনালের পথ অনেকটা প্রশস্ত হয়ে যাবে। অত্যন্ত তাঁদের ভাগ্য নিজেদের উপর থাকবে। তাঁদের পয়েন্ট দাঁড়াবে ছয়। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন বিরাট কোহলিরা। কারণ আফগানিস্তানের পর নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। দুটি ম্যাচ জিতলেও চার পয়েন্টের বেশি হবে না। আফগানিস্তানকে টপকে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।
বুধবার যদি ভারত হেরে যায়, তাহলে আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল। হিসাব অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে নিউজিল্যান্ড দুটি ম্যাচ খেলবে। স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জিতলে শেষ ম্যাচ (আফগানিস্তানের বিরুদ্ধে) কিউয়িদেরও থাকবে ছয় পয়েন্ট। সেক্ষেত্রে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচে যে দল জিতবে, তারাই সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।