বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2021 Points Table: NRR-এ আফগানদের টপকাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে কত ওভারে রান তাড়া করতে হবে ভারতকে?

T20 World Cup 2021 Points Table: NRR-এ আফগানদের টপকাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে কত ওভারে রান তাড়া করতে হবে ভারতকে?

দুবাইয়ে উচ্ছ্বাস ভারতের। (ছবি সৌজন্য পিটিআই)

ক্রমশ নেট রানরেটের গুরুত্ব বাড়ছে ভারতের কাছে।

ক্রমশ নেট রানরেটের গুরুত্ব বাড়ছে ভারতের কাছে। আপাতত যা পরিস্থিতি, তাতে স্কটল্যান্ড ম্যাচেই যদি নেট রানরেটের নিরিখে আফগানিস্তানকে ছাড়িয়ে যেতে হয়, তাহলে ভারতকে ৭.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে (স্কটল্যান্ড ১৬০ রান করেছে ধরে)। 

আপাতত (নিউজিল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচ পর্যন্ত) ভারতের নেট রানরেট +০.০৭৩। নেট রানরেট +১.৪৮১। নিউজিল্যান্ডের নেট রানরেট +১.২২৯। সেই হিসাব অনুযায়ী, নিজেদের নেট রানরেট +১.০০০-তে নিয়ে যেতে ভারতকে ১১.৪ ওভারে রান তাড়া করতে হবে। আর যদি আফগানদের নেট রানরেট ছাপিয়ে যেতে হয়, তাহলে ৭.৪ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলতে হবে বিরাট কোহলিদের। এক্ষেত্রে স্কটল্যান্ড ১৬০ রান করবে বলে ধরা হয়েছে।

যদিও সেই নেট রানরেটের জটিল অঙ্ক কাজে আসবে যদি আফগানিস্তানের বিরুদ্ধে হেরে যায় নিউজিল্যান্ড। আপাতত গ্রুপে চতুর্থ স্থানে আছে ভারত। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আফগানদের ঝুলিতে চার ম্যাচে চার পয়েন্ট আছে। সেখানে চার ম্যাচে ছয় পয়েন্ট আছে কিউয়িদের। সহজ অঙ্কে নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি ম্যাচ (আফগানিস্তান) জিতে যায়, তাহলে আট পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে ভারতের সামনে কোনও সুযোগ থাকবে না। কারণ ভারতের আর দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচ জিতলেও ছয় পয়েন্টের বেশি হবে না।

সেই পরিস্থিতিতে ভারতকে একটাই প্রার্থনা করতে যাতে আফগানিস্তানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কিউয়িদেরও পয়েন্ট হবে ছয়। ভারতও ছয় পয়েন্টে (নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতবে ধরে নিয়ে) থাকবে। আবার আফগানিস্তান যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে যায়, তাহলে রশিদ খানদেরও পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট হবে। যে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ হবে আগামী ৭ নভেম্বর। সেক্ষেত্রে নেট রানরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আফগানিস্তান জিতলেও বেশি রানে জিতলে আবার ভারতের বিপদ হবে। কারণ রশিদ খানদের নেট রানরেট অত্যন্ত ভালো। তাই ভারতকে স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে বিশাল বড় মার্জিনে জিততে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। আবার যেহেতু আফগানিস্তানের থেকে নিউজিল্যান্ডের নেট রানরেট কম, তাই সেমিফাইনালে যেতে রশিদদের বিরুদ্ধে জিততেই হবে কিউয়িদের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত ‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের ‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.