টুর্নামেন্টে শুরুর আগে ছিল 'ফেভারিট' তকমা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে বড়সড় হারের পরই গ্রুপ টেবিলে নীচের দিকে চলে গিয়েছে ভারত। আপাতত ছয় দলের গ্রুপে পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলিরা। অবিশ্বাস্য নেট রানরেট নিয়ে শীর্ষে আছে আফগানিস্তান।
সোমবার আফগানিস্তানের সামনে স্রেফ উড়ে গিয়েছে স্কটল্যান্ড। ৯.৪ ওভার বাকি থাকতেই ১৩০ রানে জিতে গিয়েছেন রশিদ খানরা। তার ফলে +৬.৫০০ নেট রানরেট নিয়ে গ্রুপ ‘২’-এর শীর্ষে আছেন আফগানরা। স্বভাবতই এত বড়সড় হারের পর গ্রুপের একেবারে তলানিতে চলে গিয়েছে স্কটল্যান্ড। ঠিক একধাপ উপরে আছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের ফলে নেট রানরেটও যথেষ্ট খারাপ -০.৯৭৩। বিশেষত বাবর আজমরা ১৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেওয়ায় নেট রানরেট আরও খারাপ হয়েছে। উলটোদিকে পাকিস্তান সেইসব কারণেই +০.৯৭৩ নেট রানরেট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে যথাক্রমে নামিবিয়া এবং নিউজিল্যান্ড। যে দু'দলই এখনও একটি ম্যাচও খেলেনি। আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিরুদ্ধে নামবেন কিউয়িরা। আগামিকাল (বুধবার) নামিবিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে গ্রুপ ‘২’-এর যা অবস্থা, তাতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে চোখ থাকবে বিরাটদের। সেই ম্যাচ পাকিস্তান জিতে গেলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে বাবর আজমদের। তখন লড়াইটা একটা স্থানের জন্য হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত নক-আউট ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ প্রতিটি গ্রুপ থেকে দুটি দল উঠবে।
যদিও প্রথম ম্যাচে হেরে গিয়ে এখনই আতঙ্কিত হতে নারাজ বিরাট। পাকিস্তান ম্যাচের পর তিনি বলেছিলেন, '(তবে) আমরা এমন দল নয় যে (একটি হারের পরই) আতঙ্কিত হয়ে পড়ব। এটা টুর্নামেন্টের সবে শুরু। মোটেও শেষ নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।