২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দু'টি জয়ের পর, টিম ইন্ডিয়া তাদের সুপার ১২ রাউন্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে। প্রোটিয়াদের চমকপ্রদ বোলিং পারফরম্যান্স রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ইনিংসের ইতি টানে ২০ ওভারে ১৩৩/৯- এ। এর পরে ভারতও শুরুর দিকে ভালো বোলিং করেছে। কারণ আর্শদীপ সিং এবং মহম্মদ শামি শুরুর দিকে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়েছিল। তবে ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
রবিবার অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়া খুব খারাপ ফিল্ডিংও করেছিল। প্রথমত, বিরাট কোহলি একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন। ধরলে এডেন মার্করাম আউট ছিলেন। তিনি সে সময়ে আউট হলে খেলার ফল হয়তো অন্য কিছু হতে পারত। এর পর একই ব্যাটসম্যানের বিরুদ্ধে রানআউটের সেরা সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক রোহিত শর্মাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতাশাজনক ফিল্ডিংয়ের জন্য ভারতকে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়।
আরও পড়ুন: 2022 T20 WC-এর ফাইনালে খেলবে কোন দুই দল? বড় ভবিষ্যদ্বাণী মিতালি রাজের
ফিল্ডিংয়ের অবনতির জন্য রোহিতের ভারতকে এক হাত নিয়েছেন ভারতের প্রাক্তন তারকা অজয় জাদেজাও। তিনি বলেছেন যে, বিরাট কোহলির অধিনায়কত্বের মেয়াদ শেষ হওয়ার পরে টিম ইন্ডিয়া তাঁর ফিল্ডিংয়ে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছে।
বিরাটের অধিনায়কত্বে ফিল্ডিং গুরুত্ব পেত
জাদেজা একটি ভিডিয়োতে বলেছেন, ‘আমার মনে হয়, এশিয়ান দলগুলো ফিল্ডিংকে গুরুত্ব দিচ্ছে না। আমি শেষ বার ফিল্ডিংয়ের গুরুত্ব সম্পর্কে শুনেছিলাম যখন বিরাট কোহলি টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছিলেন। ভারত শুধু ভালো ফিল্ডারদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। কোহলি আর অধিনায়ক নন, কোচও বদল হয়েছে। নতুন অধিনায়ক ফিল্ডিং নিয়ে চিন্তা করেন না। ব্যাটিং ও বোলিং নিয়েই বেশি চিন্তিত তিনি। সুতরাং, বর্তমান টিম ইন্ডিয়াতে সে ভাবে ফিল্ডিংয়ের গুরুত্ব নেই।’
আরও পড়ুন: ‘মিথ্যে’ ক্যাচ ধরেছিলেন উইলিয়াসন, ক্ষমা চাইলেন বাটলারের কাছে- ভিডিয়ো
অশ্বিন এবং শামির ফিল্ডিংয়ের সমালোচনা করেছেন জাদেজা
রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামির ফিল্ডিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাদেজা। তিনি বলেছেন, ‘আমাদের কোনও ফিল্ডার আছে? আমাদের আছে অশ্বিন আর শামি। বোলিংয়ের দিক থেকে দু'জনই দুর্দান্ত। তবে ওঁদের কাছ থেকে ভালো ফিল্ডিং আশা করা যায় না। আপনি যখন একটি দল বাছাই করেন, আপনি জানেন আপনি কী চান এবং আমি মনে করি টিম ইন্ডিয়া তাদের ফিল্ডিংয়ের দিকে খুব বেশি মনোযোগ দেয়নি।’
প্রসঙ্গত, বুধবার অ্যাডিলেড ওভালে ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচে ভারতকে জিততেই হবে।