হঠাৎ করেই ভারতীয় শিবিরে হুল্লোড়ের আয়োজন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ঠিক আগে মঙ্গলবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের জন্য বিসিসিআই-এর তরফে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। অ্যাডিলেডের ‘ব্রিটিশ রাজ’ নামক এক রেস্তোরাঁয় দলের সকলে মিলে খেতে গিয়েছিলেন। তবে ভারতীয় স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়েই বিশেষ ভাবে রান্নার ব্যবস্থা করা হয়েছিল সেই রেস্তোরাঁয়।
আরও পড়ুন: কোহলি-সূর্যকে নিয়েই সবচেয়ে চাপে ইংল্যান্ড শিবির- বুঝিয়ে দিলেন স্টোকস
তবে সেমিফাইনালের আগে এমন নৈশভোজ কতটা যুক্তিসঙ্গত? ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তার দাবি, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ক্রিকেটাররা মারাত্মক চাপে রয়েছে। ফাঁকা কোনও সময়ই নেই। তবে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় চাপ থাকবেই। সেমিফাইনালের আগে ক্রিকেটারদের চনমনে রাখার জন্যই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তা ছাড়া এই ধরনের আয়োজন ক্রিকেটারদের মধ্যে একাত্মবোধ বাড়াতে সাহায্য করে।’
তবে নৈশভোজ করে যাতে কারও শরীর খারাপ না হয়, তাই ভারতীয় ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ ভাবে রান্নার অনুরোধ করা হয়েছিল রেস্তোরাঁর কর্তৃপক্ষকে। সেই মতোই ব্যবস্থা করেছিল অ্যাডিলেডের ভারতীয় রেস্তোরাঁর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফের ব্রোম্যান্স সুরবীর জুটির, কোহলিকে নিয়ে ফুট কাটলেন পিটারসেন
বৃহস্পতিবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে বুধবার প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। নিঃসন্দেহে প্রবল চাপে সব টিমই। তবে ভারতীয় দলকে চাপমুক্ত করতে এই নৈশভোজের ব্যবস্থা। আসলে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে আসার পর থেকে নানা শহরে সফর, অনুশীলন, ম্যাচ নিয়েই ব্যস্ত ক্রিকেটাররা। সেমিফাইনালের আগে হাতে দিন দুয়েক সময় থাকায় প্লেয়ারদের মন ভালো করতেই আড্ডা সহ নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল। এখানে সকলেই উপস্থিত ছিলেন। সকালে অনুশীলনে চোট পাওয়া রোহিত শর্মাও রেস্তোরাঁয় গিয়েছিলেন সতীর্থদের সঙ্গে। তাঁর চোট নিয়ে অবশ্য নতুন করে কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষে।
অ্যাডিলেডের টরেন্সভিল এলাকার হেনলি বিচ রোডের একটি ভারতীয় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত-কোহলিরা। ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী এবং বান্ধবীরাও ছিলেন। ভারতীয় ক্রিকেটারদের খাদ্য তালিকা ছিল ছিমছাম। ক্রিকেটারদের জন্য মূলত তিনটি পদ ছিল। চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও এবং ভেড়ার মাংসের রোগান জোশ। সকলে মিলে হইহই করে নৈশভোজ করতে করতেই দিলেন চুটিয়ে আড্ডা। চলল খুনসুটিও। একমুঠো অক্সিজেন নিয়ে ফের কঠিন যুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। পারবে কি ভারত এ বার ২০০৭-এর স্মৃতি ফিরিয়ে আনতে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।