২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে যায়। রবিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচেও যুজবেন্দ্র চাহাল প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁকে আবারও বেঞ্চে বসতে হয়েছিল। কিন্তু ম্যাচ চলাকালীন তিনি মাঠে এমন কিছু করেছিলেন, যার ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে।
তখন ভারতের ইনিংস চলছিল। এবং প্রোটিয়া বোলার ওয়েন পার্নেল বল করছিলেন। এটি ছিল পার্নেলের দ্বিতীয় ওভার এবং ভারতীয় ইনিংসের তৃতীয় ওভার।
আরও পড়ুন: কোহলির হোটেল রুমের ভিডিয়ো ফাঁস- দেখে রেগে আগুন বিরাট
পার্নেলের পঞ্চম বলে কেএল রাহুল কিছুটা সমস্যায় পড়েছিলেন, যার কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল। এই সময়ে যুজবেন্দ্র চাহাল জল নিয়ে মাঠে আসেন। আর সেই বিরতিতে আম্পায়ারের সঙ্গে তামাশা করতে দেখা যায় যুজিকে। নির্ভেজাল ঠাট্টা এটি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করে একজন ভক্ত লিখেছেন যে, ‘ইউজি ভাইয়ের পৃথিবী অন্য রকম।’
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট যুজবেন্দ্র চাহালের বদলে আর অশ্বিনকে সুযোগ দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমিতে যাওয়া হবে তো রোহিতদের?
ভারতের এখন আরও দু'টি লিগের ম্যাচ বাকি রয়েছে। একটি বাংলাদেশ এবং অন্যটি জিম্বাবোয়ের বিরুদ্ধে। গ্রুপ টু-এ পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
রবিবার প্রথমে ব্যাট করে ১৩৩ রান তোলে ভারত। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান করেন। তিনি ছাড়া ভারতের বাকি ব্যাটারদের দশা তথৈবচ। রোহিত ফিরে যান মাত্র ১৫ রানে। বিরাট করেন ১২ রান। বাকিরা কেই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সেই রান তাড়া করতে নেমে দু’বল বাকি থাকতেই ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। মার্করাম এবং মিলারের ৭৬ রানের ইনিংসই শেষ করে দেয় ভারতকে। মার্করাম ৫২ করেন এবং মিলার করেন অপরাজিত ৫৯ রান। ৫ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।