বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > প্লেয়ারদের চোটই চাপে ফেলে দেয়- 2022 T2o World Cup থেকে ছিটকে গিয়ে আফসোস শ্রীলঙ্কা অধিনায়কের

প্লেয়ারদের চোটই চাপে ফেলে দেয়- 2022 T2o World Cup থেকে ছিটকে গিয়ে আফসোস শ্রীলঙ্কা অধিনায়কের

ইংল্যান্ডের কাছে হারের পর দাসুন শনাকা হতাশা উগড়ে দিলেন।

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচ ৪ উইকেটে জিতে নেয় ব্রিটিশ টিম। ইংল্যান্ডের এই জয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এশিয়া সেরা শ্রীলঙ্কা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৯তম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড। এ দিকে শ্রীলঙ্কা হারায় অস্ট্রেলিয়াও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং দাসুন শানাকার দল স্কোরবোর্ডে মাত্র ১৪১ রান যোগ করতে পারে।

এর পর ১৪২ রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই ইংল্যান্ড ৭০ রান করে ফেলে। কিন্তু মাঝের ওভারে শ্রীলঙ্কা ম্যাচে ফেরে এবং একের পর এক ব্রিটিশদের উইকেট নিতে থাকে। তার পরেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ড শেষ পর্যন্ত ২ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই ম্যাচ পকেটে পুড়ে ফেলে। এই হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাও স্বীকার করে নিয়েছেন, তাঁর দলের সব ক্ষেত্রে আরও অনেক উন্নতি দরকার।

আরও পড়ুন: কোন সমীকরণে ভারত সেমিতে কোন টিমের মুখোমুখি হবে, বা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে- জেনে নিন

শনাকা বলেছেন, ‘আমরা এখন সেই সব জায়গায় উন্নতি করতে হবে, যে জায়গাগুলোতে আমাদের খামতি থেকে গিয়েছিস। হাসরাঙ্গা এবং থিকশানা পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছে। কিন্তু অন্য বোলাররা সে ভাবে নজর কাড়েনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সকলে ভালো বোলিং করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। এই টুর্নামেন্টে ক্যাচ মিস সমস্যাও দেখা গিয়েছে। আমাদের এতেও উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত লড়াই ছিল, তবে আমরা আরও ভাল করতে পারতাম। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেমন লড়াই করেছিল, আমি মনে করি এই খেলায় উইকেটের ভূমিকা ছিল। প্রথমার্ধে আমাদের গতি নির্ধারণ করতে হয়েছিল। পাওয়ার প্লে-তে আমরা ভালো বোলিং করিনি। পাওয়ার প্লে-তে ওরা ভালো খেলেছে। তার জন্য অ্যালেক্স হেলস এবং বাটলারকে কৃতিত্ব দিতে হবে।’

আরও পড়ুন: ফের ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা আয়োজক, অব্যাহত থাকল T20WC-এর ট্রেন্ড

চোটে জর্জরিত হয়ে পড়াটাও বিশ্বকাপে তাদের বিরুদ্ধে গিয়েছে বলে দাবি করেছেন শনাকা। তিনি বলেছেন, ‘আমরা বেশ কিছু চোট নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলাম। তাই এটি আমাদের জন্য ব্যয়বহুল হয়ে গিয়ে। চোট না থাকলে আমরা আরও ভালো করতে পারতাম। কারণ আমাদের প্রধান ফাস্ট বোলাররা, যারা এশিয়া কাপ খেলেছে, তারা চোট পেয়ে যায়। যেটা সমস্যা হয়ে দাঁড়ায়’

সিডনির মরণ-বাঁচন ম্যাচে শনিবার টস হারে ইংল্যান্ড। আর টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে। ওপেনার পাথুম নিশঙ্কার ৬৭ রান ছাড়া আর কোনও ব্যাটারই সে ভাবে দাগ কাটতে পারেননি। ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলস ৪৭ এবং বেন স্টোকস ৪৩ রান করেন। ব্রিটিশরা জেতে ৪ উইকেটে। সেই সঙ্গেই কপাল পোড়ে অস্ট্রেলিয়ার। সেমির টিকিট পাকা করে ইংল্যান্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন