Updated: 28 Oct 2021, 11:05 AM IST
লেখক Sanjib Halder
বিরাট বনাম বাবরের লড়াইয়ে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস... more
বিরাট বনাম বাবরের লড়াইয়ে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ। চাকরি হারালেন রাজস্থানের এক শিক্ষিকা! পরে দেশের কাছে ক্ষমা চাইলেন তিনি। সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। নাফিসা আত্তারিকে 'দাঙ্গা সৃষ্টির অভিপ্রায়ে উস্কানি দেওয়ার' জন্য আইপিসির ধারা ১৫৩-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে। এদিকে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করার জন্য আগ্রা কলেজের তিন জম্মু এবং কাশ্মীরের ছাত্রর সমস্যার মুখে। তাদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করা হয়েছে।