প্রথম একাদশের সবথেকে বেঁটে খেলোয়াড়। সেই খেলোয়াড়ের সামনেই এমন একজন বলবয় দাঁড়াল, যে বাকিদের তুলনায় অনেকটাই লম্বা। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্রায় কাঁধে কাঁধও ঠেকে গেল ওই বলবয়ের। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সোমবার হোবার্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে ম্যাচ। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা গিয়েছে যে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে আছে বলবয় এবং বলগার্লরা।
ওই ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, 'এখানে বাভুমার সঙ্গে অবিচার হল।' একইভাবে ছবি পোস্ট করে অপর একজন লিখেছেন, 'ওরা (উদ্যোক্তারা) ইচ্ছাকৃতভাবে বাভুমার জন্য লম্বা বলবয় বেছে নিয়েছে।' অপর একজন বলেন, 'বিশ্বের সর্বকালের সবথেকে ভাগ্যহীন খেলোয়াড় হলেন বাভুমা।'
ওই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, বাভুমার থেকে লম্বা কেশব মহারাজ, কুইন্টন ডি'কক, ডেভিড মিলারদের সামনে তুলনামূলকভাবে অনেক ছোটোখাটো বলবয় এবং বলগার্লরা দাঁড়িয়ে আছেন। কিন্তু বাভুমার সামনে যে বলবয় দাঁড়িয়ে আছে, তার উচ্চতা বাভুমার কাছাকাছি। বাকি বলবয় এবং বলগার্লদের তুলনায় লম্বাও ওই সে। তাতেই ‘কষ্ট’ চাপতে পারেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল করেন তাঁরা।
আরও পড়ুন: ৪,৪,৪,৬,৪,১: প্রথম ওভারেই বিশ্বরেকর্ড ডি'ককের, চালাকি করে ম্যাচ ভেস্তে দিয়ে পয়েন্ট কাড়ল জিম্বাবোয়ে
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার হোবার্টে ন'ওভারের ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়েছিল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ন'ওভারে পাঁচ উইকেটে ৭৯ রান তোলে জিম্বাবোয়ে। সেই রান তাড়া করতে নেমে বিধ্বংসী ঢঙে শুরু করেন ডি'কক। প্রথম ওভারেই ওঠে ২৩ রান। কিন্তু বৃষ্টির জন্য ১.১ ওভারে ফের থমকে যায়। তারপর সাত ওভারে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তৃতীয় ওভার শেষে ফের বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু করা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।