বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > 'জীবনে দেখা সেরা বল':-চলতি টি-২০ বিশ্বকাপে শাহিনের বলে রাহুলের আউট প্রসঙ্গে হেডেন

'জীবনে দেখা সেরা বল':-চলতি টি-২০ বিশ্বকাপে শাহিনের বলে রাহুলের আউট প্রসঙ্গে হেডেন

চলতি টি-২০ বিশ্বকাপে শাহিনের বলে রাহুলের আউট (ছবি:এএনআই)

চলতি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে কেএল রাহুলকে যে বলে আউট করেন শাহিন শাহ আফ্রিদি, সেই বলকে নিজের জীবনে দেখা অন্যতম সেরা বলের অ্যাখ্যা দিলেন বর্তমান পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা তথা বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেডেন।

শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে কেএল রাহুলকে যে বলে আউট করেন শাহিন শাহ আফ্রিদি, সেই বলকে নিজের জীবনে দেখা অন্যতম সেরা বলের অ্যাখ্যা দিলেন বর্তমান পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা তথা বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেডেন। উল্লেখ্য দুবাইয়ের সেই ম্যাচের দ্বিতীয় বলে শাহিন এক ইনসুইঙ্গিং ইয়র্কারে এলবিডব্লিউ আউট করে রোহিতকে আউট করে সাজঘরে ফেরান। পরবর্তীতে তার গতির সাথে ইনসুইং করে ভিতরের দিকে ঢুকে আসা বলকে লেগের দিকে ফ্লিক করতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গিয়ে বোল্ড হয়ে যান রাহুল।

হেডেনের মতে সেদিন ভারতের বিরুদ্ধে শাহিন যা বল করেছেন তা তার দেখা বাঁ হাতি পেসারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। হেডেন বলেন 'শাহিনের কাছে সবসময় গতি ছিল, সেটা ওর বড় অস্ত্র। টি-২০ তে সাদা বল দীর্ঘক্ষন সুইং করে না। এই ফর্ম্যাটের খেলাটা ওভারের নয় বরং এক একটা বলের খেলা বলা যেতে পারে। যেটা আমরা রাহুলের আউট হওয়ার বলের ক্ষেত্রে দেখতে পেয়েছি। আমার জীবনে দেখা অন্যতম সেরা বল। এই দেশে আমি শেষ ২-৩ মাস ধরে ক্রিকেটটা দেখছি।'

হেডেন আর ও যোগ করেন 'একজন স্ট্রাইক বোলার হিসেবে সমস্ত গুন রয়েছে শাহিনের। ওর হাতে সঠিক পেসটা রয়েছে। ওর পেস, ওর ক্ষমতা, ওর নৈপুণ্য এককথায় অসাধারণ। ওকে তৈরি করার পিছনে ভারনন ফিল্যান্ডারের ভূমিকা রয়েছে। এই কারণেই শাহিন আফ্রিদি এত বেশি ধারাবাহিক।'

বন্ধ করুন