শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে শেষ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেমিফাইনাল থেকেই ছিটকে যায়। শেষ চারের ম্যাচে ইংল্যান্ড, ভারতকে ১০ উইকেটে পর্যুদস্ত করে। ওয়ানডে বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য টি-২০ বিশ্বকাপে ভারতের খেলার ধরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। মর্গ্যান ভারতীয় ব্যাটারদের সমালোচনা করেছেন। ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ধরণ যে তাঁর কাছে একেবারেই বোধগম্য ছিল না তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন… ১২ বছর পরেও দলে জায়গা পেয়েও খেলা হবে না! জানেন কেন ভাঙতে চলেছে উনাদকাটের স্বপ্ন
স্পোর্টসতককে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘এই রকম একটা হেভিওয়েট লড়াইতে ( টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে) ভারত একেবারে একপেশে হেরেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁদের উপর আধিপত্য বিস্তার করেছিল (ইংল্যান্ড)। সবসময় তোমাকে আক্রমণ করে খেলতে হবে। থামলে চলবে না। ইংল্যান্ড ঠিক সেটাই করেছে। জোস বাটলার অসাধারণ অধিনায়কত্ব করেছেন। গোটা ম্যাচ জুড়ে ওঁর স্ট্র্যাটেজি, পরিকল্পনা অসাধারণ ছিল। ইংল্যান্ড যেভাবে খেলতে চেয়েছে ভারতকে সেভাবেই ওঁরা খেলাতে বাধ্য করেছে। ভারতকে দেখে মনেই হচ্ছিল না ওদের আলাদা করে কোন প্ল্যান 'বি' বা 'সি' রয়েছে। আমরা যখন দেখছিলাম ম্যাচটা তখনই কথা বলছিলাম ভারত ম্যাচটা কেন এইভাবে খেলতে গেল!’
আরও পড়ুন… তাহলে কি আপনি টেস্ট ছাড়তে বলছেন? সাংবাদিকের উপর চটলেন বাবর আজম
ইয়ন মর্গ্যান আরও জানিয়েছেন, ‘ফলে ওঁদের (ভারতের) পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ড অত্যন্ত শক্তিশালী দল। তাঁদের বিরুদ্ধে ভারত কেন এমন পরিকল্পনা করল সেটা ওঁরাই বলতে পারবে। আপনারা আজ থেকে ৫-৬ মাস পিছনে তাকান। যখন ভারত, ইংল্যান্ড সফরে এসেছিল। সেখানে কিন্তু ওঁরা ভয়ডরহীন ক্রিকেটটা খেলেছিল। রোহিতের নেতৃত্বাধীন ভারত ওই সফরে ভয়ডরহীন আক্রমণাত্মক ক্রিকেটটা খেলেছিল। তখন আমরা রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার প্রশংসাও করেছি। তবে অ্যাডিলেডে আমরা সেটা দেখতেই পাইনি। '