বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > রাহুল চাহারকে নিয়ে রহস্য তৈরি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

রাহুল চাহারকে নিয়ে রহস্য তৈরি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

ভারতের জার্সিতে রাহুল চাহার (ছবি: টুইটার)

রাহুল চাহারকে নিয়ে রহস্য তৈরি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের টুইটারে একটি পোস্টের মাধ্যমে চাহারের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

রাহুল চাহারকে নিয়ে রহস্য তৈরি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের টুইটারে একটি পোস্টের মাধ্যমে চাহারের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল অভিযানের আগে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে বল হাতে দেখা গিয়েছিল রাহুল চাহারকে। তবে চার ওভার হাত ঘুরিয়ে সেভাবে সাফল্য পাননি তিনি। তবে ডেভিড মালানের উইকেটের শিকার করলেও বল হাতে রান আটকাতে ব্যর্থ হন রাহুল চাহার। ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান। প্রতি ওভার পিছু খরচ করেছেন ১০.৭৫ রান। 

আসলে রাহুল চাহারকে নিয়ে প্রত্যাশার পারদ চরমে ছিল। অনেক বিশেষজ্ঞই ভেবেছিলেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু একটা করতে পারেন রাহুল চাহার। কিন্তু ২০২১ আইপিএল-এর দ্বিতীয় পর্ব থেকেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তিনি। মরুদেশে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফ্লপ হয়েছেন রাহুল চাহার। ১৪তম আইপিএল-এর দ্বিতীয় লেগের প্রথম চারটি ম্যাচে মাত্র দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে বসিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।

মরুদেশের দ্বিতীয় লেগে প্রথম ম্যাচে চার ওবার বল করে ২২ রান দিয়েছিলেন তিনি। পাননি একটিও উইকেট। দ্বিতীয় ম্যাচে ৩ ওভারে ৩৪ রান খরচ করেছিলেন। পরের ম্যাচে চার ওবারে ৩৩ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন। পরের ম্যাচে চার ওভার বল করে ২৭ রান দিয়ে একটি উইকেট পান। এরপরে তাকে আর সুযোগ দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। এবার নিজের ব্যর্থতার ধারাবাহিকতা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ধরে রাখলেন চাহার। এরপরেই আকাশ চোপড়া লেখেন, ‘তার অভাব অনুভূত হবে…’

বন্ধ করুন