বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > এ বছর T20-তে মোট ১৬ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বোলাররা, রচিত নয়া ইতিহাস

এ বছর T20-তে মোট ১৬ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বোলাররা, রচিত নয়া ইতিহাস

স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেন মুজিব উর রহমান। ছবি: এএনআই

স্কটল্যান্ড-আফগানিস্তান ম্যাচে মুজিব উর রহমান এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরেই বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হয়। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন বোলাররা। সোমবার সেই রেকর্ডই ভেঙে গিয়েছে বিশ্বকাপের মঞ্চে।

এই বছর বোলাররা নিঃসন্দেহে ভাল ছন্দে রয়েছেন। আর সে কারণেই ২০২১ সাল শেষ হওয়ার আগেই তারা গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। এই বছর মোট ১৬ বার টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বোলাররা। যেটা আগে কখনও হয়নি। এই প্রথম এক বছরেই ঘটল এমন ঘটনা। স্বভাবিক ভাবেই নতুন নজির রচিত হল ২২ গজে।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই নজির রচিত হয়। স্কটল্যান্ড-আফগানিস্তান ম্যাচে মুজিব উর রহমান এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরেই বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হয়। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন বোলাররা। সোমবার সেই রেকর্ডই ভেঙে গিয়েছে বিশ্বকাপের মঞ্চে।

স্কটল্যান্ডের বিরুদ্ধে শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১০.২ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায়।

মুজিব উর রহমান ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। তিনি প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের (ওয়ান ডে এবং টি-টোয়েন্টি) ইতিহাসে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

বন্ধ করুন