এই বছর বোলাররা নিঃসন্দেহে ভাল ছন্দে রয়েছেন। আর সে কারণেই ২০২১ সাল শেষ হওয়ার আগেই তারা গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। এই বছর মোট ১৬ বার টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বোলাররা। যেটা আগে কখনও হয়নি। এই প্রথম এক বছরেই ঘটল এমন ঘটনা। স্বভাবিক ভাবেই নতুন নজির রচিত হল ২২ গজে।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই নজির রচিত হয়। স্কটল্যান্ড-আফগানিস্তান ম্যাচে মুজিব উর রহমান এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরেই বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হয়। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন বোলাররা। সোমবার সেই রেকর্ডই ভেঙে গিয়েছে বিশ্বকাপের মঞ্চে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে শারজায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১০.২ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায়।
মুজিব উর রহমান ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। তিনি প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের (ওয়ান ডে এবং টি-টোয়েন্টি) ইতিহাসে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।