বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Kohli reveals success recipe: 'কোনও ভিডিয়ো দেখি না', অস্ট্রেলিয়ায় বাউন্স বুঝতে ৪-৫ বলই যথেষ্ট, ফাঁস বিরাটের

Kohli reveals success recipe: 'কোনও ভিডিয়ো দেখি না', অস্ট্রেলিয়ায় বাউন্স বুঝতে ৪-৫ বলই যথেষ্ট, ফাঁস বিরাটের

বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Virat Kohli reveals success recipe in Australia: বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছেন, পরীক্ষার মতো সাজেশন নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে নামেন না। বরং সব পড়েই নামেন মাঠে। তারপর যেমন প্রশ্নপত্র আসে, সেরকমভাবেই উত্তর দেন।

অস্ট্রেলিয়ায় এলে যেন তাঁর মধ্যে আলাদা কিছু একটা হয়। উপমহাদেশের ব্যাটাররা যেখানে অস্ট্রেলিয়ার পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েন, সেখানে বিরাট নিজেকে অন্য একটা পর্যায়ে নিয়ে যান। কীভাবে সেই বাউন্সের মোকাবিলা করেন, তা নিয়ে এবার মুখ খুললেন বিরাট। তিনি জানালেন, আগে থেকে ভিডিয়ো দেখে তৈরি হন না। মাঠে নেমে নিজেকে বাউন্সের সঙ্গে মানিয়ে নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, অস্ট্রেলিয়ায় এসে (ব্যাটিংয়ের ক্ষেত্রে) বাড়তি কোনও পরিবর্তন করি না। আমি আগেও বলেছি যে এখানে পুরোপুরি মানসিক বিষয়। আমরা এত ম্যাচে খেলেছি যে (আমরা জানি যে কীরকম বাউন্স হয়)।' সঙ্গে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মত হল যে আপনি যদি কোনও বিষয়ে বড্ড বেশি ভাবনাচিন্তা শুরু করেন এবং মনে করেন যে বল বাউন্স হবে, পেস থাকবে; তাহলে আদতে বল বাউন্স না হলেও আপনার মনে হবে যে বাউন্স হচ্ছে। বল খুব উঁচুতে উঠে যাচ্ছে। তারপর নিজেকে শট খেলা থেকে আটকে দেবেন।’

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে শুরু করেছে বিরাট। প্রথম ম্যাচে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। তবে সেজন্য আগে থেকে কোনও ভিডিয়ো দেখে তৈরি হননি বলে জানিয়েছেন বিরাট। তিনি জানান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তবেই সহজে যে কোনও কঠিন পরিস্থিতির সামাল দেওয়া যাবে।

আরও পড়ুন: T20 World Cup: 'চাপে পড়লে বোঝা যায়', বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য BCCI সভাপতি রজার বিনির

বিরাটের কথায়, 'আমি ভিডিয়ো বা অন্য কিছু দেখি না। আমার ওসব কিছু দেখতে ভালো লাগে না। আমি নেটে যাই। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথম পাঁচ-ছ'টি বলে আপনাকে হয়ত খুব বোকা-বোকা লাগতে পারে। কিন্তু একটি সহজাত প্রবৃত্তি আছে। আপনি ব্যাটিং করতে পারেন। আপনার একটা প্রতিক্রিয়া থাকে। তারপর আপনি বুঝে যাবেন যে বল এতটা লাফাচ্ছে, আমি এতটা নীচু হয়ে খেলতে পারব না। আমায় উঁচু হয়ে থাকতে হবে। সেই বিষয়টা ভারত থেকে ঠিক করে রাখতে পারবেন না, আমি উঁচু হয়ে দাঁড়িয়ে থাকব।'

আরও পড়ুন: Chappell praises Kohli: T20 ক্রিকেটকে জাতে তুলল বিরাট, MCG-র ইনিংস ভগবত গীতা! কোহলির প্রশংসায় সৌরভ বিরোধী গ্রেগ চ্যাপেল

ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ‘(মাঠে নেমে) আপনাকে বুঝতে হবে যে পরিস্থিতি কেমন আছে এবং সেই পরিস্থিতির মানিয়ে নিতে হবে। আপনি যদি মাঠে নেমে মানিয়ে নিতে পারেন, তাহলে সমাধানসূত্র বের করা সহজ হয়ে যায়। কারণ আপনার আগে থেকে কোনও পরিকল্পনা থাকে না। যদি বাউন্স না হয়, তাহলে কী করবেন? তাই প্রথমে দেখতে হবে যে কী হচ্ছে। আর আপনার খেলার মান এমন হতে হবে যাতে প্রথম চার থেকে পাঁচটি বল আপনি টিকে যেতে পারেন।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, একবার পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারলে বিশ্বের আর কোথাও এখানের থেকে ভালো উইকেট আছে।’

বন্ধ করুন