বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ICC team of the tournament: ট্রফি অধরা! তবে T20 বিশ্বকাপের সেরা দলে ৩ ভারতীয়, বেশি পাকিস্তানের থেকেও

ICC team of the tournament: ট্রফি অধরা! তবে T20 বিশ্বকাপের সেরা দলে ৩ ভারতীয়, বেশি পাকিস্তানের থেকেও

এবার বিশ্বকাপের সেরা দলে আছেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

ICC team of the tournament: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে দুই ফাইনালিস্ট ইংল্যান্ডের তিনজন এবং পাকিস্তানের দু'জন আছেন। তাছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের একজন করে তারকা আছেন টুর্নামেন্টের সেরা দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আসেনি। তবে ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এ জায়গা পেলেন তিন ভারতীয়। সেইসঙ্গে এবারের বিশ্বকাপের সেরা দলে দুই ফাইনালিস্ট ইংল্যান্ডের তিনজন এবং পাকিস্তানের দু'জন আছেন। তাছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের একজন করে তারকা আছেন টুর্নামেন্টের সেরা দলে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’

  • অ্যালেক্স হেলস (ব্যাটার, ইংল্যান্ড)।
  • জস বাটলার (ব্যাটার, ইংল্যান্ড)। 
  • বিরাট কোহলি (ব্যাটার, ভারত)। 
  • সূর্যকুমার যাদব (ব্যাটার, ভারত)। 
  • গ্লেন ফিলিপস (ব্যাটার, নিউজিল্যান্ড)। 
  • সিকন্দর রাজা (অলরাউন্ডার, জিম্বাবোয়ে)। 
  • শাদাব খান (অলরাউন্ডার, পাকিস্তান)। 
  • এনরিখ নরখিয়া (বোলার, দক্ষিণ আফ্রিকা)। 
  • মার্ক উড (বোলার, ইংল্যান্ড)। 
  • শাহিন আফ্রিদি (বোলার, পাকিস্তান)।
  • আর্শদীপ সিং (বোলার, ভারত)।

আরও পড়ুন: বয়স বাদ দিন, কোহলির ফিটনেসও কারও নেই- ক্ষোভ উগরালেন '৮৩-র বিশ্বকাপজয়ী তারকা

‘টিম অফ দ্য টুর্নামেন্ট’এ থাকা তিন ভারতীয় পারফরম্যান্স

  • বিরাট কোহলি: আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন বিরাট। করেছেন ২৯৬ রান। হাঁকিয়েছেন চারটি অর্ধশতরান। গড় ৯৮.৬৬। যা এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ। অবিশ্বাস্য কিছু না হলে সেই জায়গাটা ধরে রাখবেন বিরাট। যে খেলোয়াড়রা ফাইনালে খেলছেন, তাঁদের মধ্যে বিরাটের সবথেকে কাছে আছেন হেলস (২১১ রান)।
  • সূর্যকুমার যাদব: আপাতত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন সূর্য। করেছেন ২৩৯ রান। গড় ৫৯.৭৫। স্ট্রাইক রেট ১৮৯.৬৮। ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি স্ট্রাইক রেট আছে সূর্যেরই।
  • আর্শদীপ সিং: যে ম্যাচের শুরুতে সুইং পেয়েছেন, সেই ম্যাচে কামাল করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সুইং না পেলেও পরে ভালো বোলিং করেছিলেন। ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের অভিষেকেই প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। আউট করেছিলেন বাবর আজমকে।   

আরও পড়ুন: লজ্জার যে রোহিতরা বিদেশি লিগে খেলতে পারে না - দ্রাবিড়ের যুক্তি উড়িয়ে দাবি হেলসের

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) সেরা দলে ভারতের কেউ ছিলেন না। গতবার যাঁরা বিশ্বকাপের সেরা দলে ছিলেন, তাঁদের মধ্যে প্রথম একাদশে জায়গা ধরে রেখেছেন দু'জন - বাটলার এবং নরখিয়া। গতবার দ্বাদশ ব্যক্তি ছিলেন শাহিন। তিনি এবার প্রথম এগারোয় জায়গা পেয়েছেন। অন্যদিকে, গতবার টুর্নামেন্টের সেরা দলে থাকলেও এবার জায়গা পাননি ডেভিড ওয়ার্নার, বাবর আজম, চরিথ আসালঙ্কা, এডেন মার্করাম, মইন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জস হেজেলউড এবং ট্রেন্ট বোল্ট।

বন্ধ করুন