বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: ‘বীরু-বাবা’র ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের ফাইনালে উঠবে কারা?

T20 World Cup 2022: ‘বীরু-বাবা’র ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের ফাইনালে উঠবে কারা?

বীরেন্দ্র সেহওয়াগ। ছবি- টুইটার।

ICC T20 World Cup 2022: এবছর টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য দুই ফাইনালিস্ট বেছে নিলেন বীরেন্দ্র সেহওয়াগ। টুর্নামেন্টে সব থেকে বেশি রান করবেন কে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বীরু।

বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড যত এগিয়ে আসছে, প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞদের টুর্নামেন্ট নিয়ে নিজেদের মতামত প্রকাশ করার বহরটাও ততই বেড়ে চলেছে। প্রাক্তন তারকাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীও করতে শোনা যাচ্ছে। সেই তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র সেহওয়াগ। ক্রিকবাজের আলোচনায় টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার এবারের টি-২০ বিশ্বকাপে কোন ২টি দল ফাইনালে উঠতে পারে, সে সম্পর্কে নিজের ধারণা স্পষ্ট করলেন।

সেহওয়াগের ধারণা, অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো সহজ হবে না। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজিরা নিজেদের দেশে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেন বলে মত বীরুর। অন্যদিকে, ভারতীয় দলের ভারসাম্যের দিকে তাকিয়ে রোহিত শর্মাদেরই বিশ্বকাপের অপর ফাইনালিস্ট হিসেবে বেছে নেন সেহওয়াগ। সুতরাং বীরুর ধারণা, এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

সেহওয়াগ বলেন, ‘অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ঘরের মাঠে ওদের হারানো অত্যন্ত কঠিন। ভারত অপর দল হিসেবে ফাইনালে উঠবে। ভারতীয় দলে ভারসাম্য রয়েছে। তাছাড়া ওদের অস্ট্রেলিয়ায় খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে।'

আরও পড়ুন:- T20 World Cup 2022: সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

এবছর টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করতে পারেন কে, সে বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন সেহওয়াগ। এক্ষেত্রে রোহিত-কোহলির মতো কোনও ভারতীয় তারকাকে নয়, বরং সেহওয়াগ এগিয়ে রাখলেন এক পাক ক্রিকেটারকে। তাঁর দাবি, পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম এবার বিশ্বকাপে সব থেকে বেশি রান করবেন।

আরও পড়ুন:- Virat Kohli's reaction goes viral: প্র্যাকটিসে ছয় মারার আবদার সমর্থকদের, বিরাট এমন কথা বললেন যে ভাইরাল হল ভিডিয়ো!

সেহওয়াগের এই ধারণার সঙ্গে সহমত পোষণ করেন প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভনও। তিনিও মনে করছেন যে, এবছর ব্যাট হাতে টি-২০ বিশ্বকাপ মাতাবেন পাকিস্তানের দলনায়ক বাবর আজম।

বন্ধ করুন