বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC-এর সেমিফাইনালে উঠবে ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়া-বড় ভবিষ্যদ্বাণী আক্রামের

T20 WC-এর সেমিফাইনালে উঠবে ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়া-বড় ভবিষ্যদ্বাণী আক্রামের

ওয়াসিম আক্রম।

ওয়াসিম আক্রাম জানিয়ে দেন, সেমিফাইনালের চার দেশের মধ্যে তিনি ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া- এই তিন দেশকে নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছেন‌। শুধু তাই নয়, এই বিশ্বকাপের 'কালো ঘোড়া' হিসেবে আক্রাম আবার বেছে নিয়েছেন তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলকে।

শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার মাটিতে আর কয়েক দিন বাদেই শুরু হবে টি-২০ বিশ্বকাপের মহারণ। ইতিমধ্যেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত সব দেশ। কেউ ব্যস্ত টিম কম্বিনেশন সাজাতে, তো কারও ব্যস্ততা আবার বিপক্ষের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাতে।

আরও পড়ুন: পন্তের চিন্তিত হওয়ার কথা, ওর জায়গায় খেলার জন্য একজন এসে গিয়েছে: ডেল স্টেইন

এমন আবহেই টি-২০ বিশ্বকাপের আগে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন পাকিস্তানি তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রাম। তিনি জানিয়ে দিলেন সেমিফাইনালের চার দেশের মধ্যে তিনি ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া- এই তিন দেশকে নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছেন‌। শুধু তাই নয়, এই বিশ্বকাপের 'কালো ঘোড়া' হিসেবে আক্রাম আবার বেছে নিয়েছেন তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলকে।

আরও পড়ুন: একজোড়া অনুশীলন ম্যাচে ভারতকে আহ্লাদে আটখানা করবে এই ৮টি ব্যক্তিগত পারফর্ম্যান্স

আক্রাম দাবি করেছেন, ‘সেমিফাইনালে আমি অস্ট্রেলিয়া,ভারত এবং পাকিস্তানকে দেখতে পছন্দ করব। তবে আমার মতে, এই বিশ্বকাপের কালো ঘোড়া হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা।’ দুবাইতে মিডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল নিজেদের দেশে ইংল্যান্ড দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে। সেখানে প্রথম দু'টি ম্যাচ হেরে তারা ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে। অন্য দিকে পাকিস্তান রয়েছে নিউজিল্যান্ডে। সেখানে তারা ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলছে। যেখানে অপর দুই দল নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ভারত অবশ্ অস্ট্রেলিয়ায় পৌঁছে ওয়ার্মআপ ম্যাচ খেলতে ব্যস্ত।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া আবার গত বারের চ্যাম্পিয়ন দল। এ বার আবার বিশ্বকাপের আসর বসছে তাদের দেশেই। ফলে ২০২১ সালে আমিরশাহিতে তারা যে বিশ্বকাপের খেতাব জিতেছিল, এ বার সেই শিরোপা ধরে রাখাটাই চ্যালেঞ্জ তাদের কাছে। অন্য দিকে ২০০৭ সালে যে বার প্রথম টি-২০ বিশ্বকাপ খেলা হয়েছিল, সে বারেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৯ সালে আবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। উল্লেখ্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আবার এই মুহূর্তে আইসিসির টি-২০ বিশ্ব ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছে। ফলে তাদের উপরও চাপ থাকবে প্রত্যাশা পূরণের। দীর্ঘ দিন বাদে শিরোপা জয়ের। ভারত ২৩ অক্টোবর তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের বিরুদ্ধে ‌।

বন্ধ করুন