ওয়ার্নার কেন রিভিউ নিলেন না? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে তখন অস্ট্রেলিয়া রান তাড়া করছে। ম্যাচ তখন দ্বিতীয় ইনিংসের একাদশতম ওভারে পৌঁছে ছিল। ড্রিঙ্কস বিরতির পর প্রথম বলেই শাদাব খানের বলে উইকেটের পিছনে ধরা পড়েন ওয়ার্নার। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেনার রিভিউ না নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। আগেই তিন উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে তখন একার কাঁধে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নারই। কিন্তু ৩০ বলে ৪৯ রান করে তিনি আউট হওয়ার পর অনেকটাই পিছিয়ে পড়ে দল। এই উইকেট নিয়ে পাকিস্তানিরা প্রায় ম্যাচ জয়ের উল্লাসই করে ফেলে। সেই সময় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠে ছাড়েন ওয়ার্নার।
তারপরেই টিভি রিপ্লেতে দেখা যায়, ওয়ার্নারের ব্যাটেই বল লাগেনি! যদিও একটা শব্দের মতো শোনা যায়, তবে ব্যাট থেকে বল দূরেই ছিল। প্রশ্নটাও তখন উঠতে থাকে, দুটি রিভিউ অটুট থাকার পরও কেন রিভিউ নেননি ওয়ার্নার? টিভি ধারাভাষ্যে ইয়ান বিশপ বলেন, ‘অনেক সময়ই লোকে এটা বুঝতে চায় না যে, স্বয়ং ব্যাটসম্যানরাও সবসময় বুঝে উঠেতে পারে না যে বল তার ব্যাটে লেগেছে কী না।’
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে ওয়েড এর উত্তর দেন। তিনি জানান মূলত অপরপ্রান্তে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সংশয় ছিল বলেই রিভিউ নেননি ওয়ার্নার। ওয়েড বলেন, ‘এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখনও হয়নি। আশপাশ থেকে টুকটাক শুনছিলাম। একটা শব্দ হয়েছিল, সে (ওয়ার্নার) নিশ্চিত ছিল না। হতে পারে ব্যাটের হাতলে ঝাঁকি কিংবা তার ব্যাটে হাত লাগার শব্দ। সে যদিও মনে করছিল, ব্যাটে লাগেনি। তবে অপরপ্রান্তে, গ্লেন (ম্যাক্সওয়েল) কিছু একটা শুনতে পেরেছিল। আর সত্যি বলতে, ব্যাট ছাড়া বলের কাছে আর কিছু ছিল না। তখন হয়তো তার মনে হয়েছে, ব্যাটে বল লেগেছে।’
তিনি আরও বলেন, ‘ওই পরিস্থিতিতে আসলে কাজটা কঠিন। কত সময়ই তো দেখতে পান, ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারে না ব্যাটে লেগেছে কী না। অপরপ্রান্ত থেকে একটু হলেও নিশ্চয়তার প্রয়োজন হয়। এখানে সেটা হয়নি। ম্যাক্সি একটা শব্দ শুনেছিল। আশা করি, পরের ম্যাচে এরকম কিছু হবে না। এটা কাজে লাগাতে হবে। এই ফর্ম্যাটে দুটি রিভিউ আছে, এটা ব্যবহার করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।