২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সুপার-12-এ মোট পাঁচটি ম্যাচ খেলেছে। আর অশ্বিনকে সব ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সময়ে, ম্যাজিক স্পিনার যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতিতে একটি সুযোগও পাননি। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ ইনিংসে এখনও পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একই সময়ে, তিনি ৭.৫২ ইকোনমিতে মাত্র রান খরচ করেছেন। কিন্তু অশ্বিনের এই বোলিংয়ে সন্তুষ্ট ছিলেন না বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব।
আরও পড়ুন… T20 WC 2022-এ দুই সেমির আম্পায়ারদের নাম ঘোষণা করল ICC, কেন উড়ে গেল পাক সমর্থকদের হাসি?
অশ্বিন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘এখন পর্যন্ত অশ্বিন আমাকে আত্মবিশ্বাস দেয়নি। সে উইকেট নিলেও মনে হয়নি এই উইকেটগুলো তিনিই নিয়েছেন। আসলে, ব্যাটসম্যানরা এমনভাবে আউট হয়েছেন যে এই ১-২ উইকেট গুলো নেওয়ার সময় তিনি নিজেই লজ্জা পাচ্ছিলেন। সে তো সেই সময়ে নিজের মুখ লুকিয়ে নিয়ে ছিল। উইকেট নিলে অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় কিন্তু আমরা যেই অশ্বিনকে চিনি, আমরা তাকে সেই ছন্দে এখনও দেখতে পাইনি।’
রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় সীমিত ওভারের সেট-আপে দুর্দান্ত প্রত্যাবর্তন উপভোগ করছেন। দীর্ঘদিন ধরে বিতর্কের বাইরে থাকার পর, অফ-স্পিনার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করেছিলেন এবং এখন নিয়মিতভাবে ভারতের প্লেয়িং ইলেভেনে অংশ নিচ্ছেন। ম্যানেজমেন্ট অশ্বিনের সামর্থ্যের প্রতি অগাধ বিশ্বাস দেখিয়েছে। সেই কারণে যুজবেন্দ্র চাহাল ভারতের এক নম্বর রিস্ট-স্পিনারকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। অশ্বিন দলে থাকায় চলতি বিশ্বকাপে এখনও একটি খেলা খেলতে পারেননি চাহাল। অশ্বিন, যিনি চাহালের চেয়ে অগ্রাধিকার পেয়েছেন।
আরও পড়ুন… কে হবেন অস্ট্রেলিয়া দলের পরবর্তী অধিনায়ক? কোহলির সতীর্থকে বেছে নিলেন পন্টিং
রবিচন্দ্রন অশ্বিন নাকি যুজবেন্দ্র চাহাল? সেমিফাইনালে কে খেলবেন? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল দেব বলেছেন, ‘এটা নির্ভর করে টিম ম্যানেজমেন্টের ওপর। অশ্বিনের ওপর তাদের বিশ্বাস থাকলে সেটা ভালো। তিনি তো পুরো টুর্নামেন্ট খেলেছেন, প্রয়োজনে তিনি বিষয় গুলোকে সমন্বয় করতে পারেন। তবে প্রতিপক্ষকে চমকে দিতে চাইলে তারা সবসময়ই রিস্ট স্পিনার চাহালের দিকে যেতে পারেন। টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের আস্থা বিজয়ী এই ম্যাচে খেলবেন।’
রবিচন্দ্রন অশ্বিন গত বছর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। একই সময়ে, যুজবেন্দ্র চাহাল এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ ছিলেন না। সে বছর তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বরুণ চক্রবর্তীকে। এবার তাঁকে অবশ্যই স্কোয়াডে রাখা হয়েছে, তবে এখনও একাদশে রাখা হয়নি।