শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে একটি লড়াকু জয় পেয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে জিম্বাবোয়ের সঙ্গে। বৃষ্টির কারণে ম্যাচে অনেকটা এগিয়ে থেকে জয়ের দোড়গোড়াতে দাঁড়িয়ে থাকলেও অল্পের জন্য জয় হাতছাড়া হয় তাদের। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রোটিয়াদের জিততেই হবে। আর সেই ম্যাচের আগেই বাংলাদেশ টপ অর্ডারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচে টাইগারদের টপ অর্ডারকেই যে তারা আক্রমণের 'লক্ষ্যবস্তু' করতে চলেছে তা জানিয়ে দিয়েছে তারা।
আরও পড়ুন… ১৮ বলে ৫৯ রান! বিস্ফোরক ইনিংসের কৃতিত্ব IPL কে দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস
প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি জানিয়ে দিলেন পেস বোলিং দিয়েই টাইগার ব্যাটারদের বিরুদ্ধে আগুন ঝরাতে চায় দক্ষিণ আফ্রিকা। এই বিষয়টি স্পষ্ট করলেন লুঙ্গি এনগিদি। উল্লেখ্য নিজেদের দেশের মাটিতে টাইগারদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন বলে জানালেন এনগিদি। এবার সেই শিক্ষাই কাজে লাগাতে চান বলে জানালেন প্রোটিয়া পেসার।
আরও পড়ুন… আয়ারল্যান্ডের কাছে হারার পরে ক্রিকেটের 'স্পিরিট' নিয়ে কথা বলবেন না- ইংল্যান্ডকে অমিত মিশ্রের খোঁচা
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘ওদের ব্যাটাররা আমাদের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক খেলা খেলেছিল। ফলে সেই বিষয়টা এবার আমাদের মাথাতে রয়েছে। সেই কারণেও আমরা ওদের টপ অর্ডারেকেই টার্গেট করছি। বোলিং ইউনিট হিসেবে 'সাপের মাথাটা আগে কাটতে চাইছি'(টপ অর্ডারের কোমর ভেঙে দিতে চাইছে দক্ষিণ আফ্রিকা)। ওদেরকে যতটা কম রানে সম্ভব আটকে রাখতে চাইছি। ওরা আমাদেরকে সব বিভাগে হারিয়েছিল (মার্চে)। এটাই সত্যি। তবে কালকে একটা নতুন দিন আসতে চলেছে। ওদেরকে যতটা কম রানে সম্ভব আমরা আটকে রাখতে চাই।’
লুঙ্গি এনগিদি আরও যোগ করে বলেন, ‘বৃষ্টিকে সবাই নেগেটিভভাবে দেখছে। এখানে একটা কথা বলব এবার প্রথম ম্যাচের পর আমাদের হাতে এক পয়েন্ট রয়েছে। গতবারে কিন্তু সেটাও ছিল না। এবার আমরা অন্তত এটা জেনে গিয়েছি আমাদের এরপর থেকে প্রায় সবকটা ম্যাচেই জিততে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।