বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Will India play Pakistan in Final: ২০০৭ নাকি ২০১৭? নেদারল্যান্ডসের অলৌকিক জয়ে খুলে গেল ভারত-পাক ফাইনালের সম্ভাবনা

Will India play Pakistan in Final: ২০০৭ নাকি ২০১৭? নেদারল্যান্ডসের অলৌকিক জয়ে খুলে গেল ভারত-পাক ফাইনালের সম্ভাবনা

মেলবোর্নে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Will India play Pakistan in  T20 World Cup Final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কি ভারত-পাকিস্তান মহারণ হবে? সেই সম্ভাবনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের অলৌকিক জয়ের ফলে। ডাচদের জয়ের ফলে পাকিস্তানের সামনে সেমিফাইনালের দরজা খুলে যায়। সেই সুযোগের সদ্ব্যবহার করেছে পাকিস্তান।

ভাগ্যের হাতে ছিল সবকিছু। সেই ভাগ্যের সহায়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। যে গ্রুপ থেকে আগেই ভারত শেষ চারে উঠে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের লড়াই হতে পারে রোহিত শর্মা এবং বাবর আজমদের।

অথচ রবিবার সকালে যখন অস্ট্রেলিয়ায় সূর্য উঠেছিল, তখন অতি বড় পাকিস্তান সমর্থকও ভাবতে পারেননি যে বাবররা সেমিফাইনালে উঠতে পারেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের ফলে পাকিস্তানের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই সেমির টিকিট নিশ্চিত ছিল পাকিস্তানের। অ্যাডিলেডে ঠিক সেটাই হয়। বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠে গিয়েছেন বাবররা। 

কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান মহারণ হতে পারে?

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত এবং পাকিস্তান। অন্যদিকে, ‘গ্রুপ ১’ থেকে শেষ চারে চলে গিয়েছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। সেই পরিস্থিতিতে ভারত বা পাকিস্তানের মধ্যে যে দল ‘গ্রুপ ২’-র শীর্ষে থাকবে, সেই দল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে। যে দল ‘গ্রুপ ২’-তে প্রথম স্থানে থাকবে, সেই দলকে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে। ভারত এবং পাকিস্তান যদি সেমিতে জিতে যায়, তাহলে ফাইনালে সেই ঐতিহাসিক মহারণ হতে পারে।

আরও পড়ুন: BAN vs PAK: বাংলাদেশকে ছিটকে দিয়ে T20 বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান

যদি সেটাই হয়, তাহলে কোন দল বাজিমাত করবে, সেদিকে নজর থাকবে পুরো বিশ্বের। ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই আশা করবেন, ২০০৭ সালে যেমন পাকিস্তানকে ফাইনালে হারিয়ে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে মেলবোর্নে। আবার ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে পাকিস্তান। সেই ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেননি মহম্মদ আমিররা।

আরও পড়ুন: IND vs ZIM Live: টস জিতলেন রোহিত শর্মা, অবশেষে শিকে ছিঁড়ল ঋষভ পন্তের ভাগ্যে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের সূচি

  • প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম 'গ্রুপ ২'-র দ্বিতীয় স্থানাধিকারী দল, ৯ নভেম্বর, সিডনি।
  • দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম 'গ্রুপ ২'-র প্রথম স্থানাধিকারী দল, ৯ নভেম্বর, অ্যাডিলেড।
  • ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ১৩ নভেম্বর, মেলবোর্ন।

তবে 'গ্রুপ ২'-তে কোন দল শীর্ষস্থানে শেষ করবে, তা নির্ভর করছে ভারত-জিম্বাবোয়ের ম্যাচের উপর। আজ ভারত যদি জিতে যায়, তাহলে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলিরা। আবার জিম্বাবোয়ে জিতে গেলে গ্রুপে দ্বিতীয় হবে ভারত। সেক্ষেত্রে প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে।

বন্ধ করুন