শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপ শুরুর হওয়ার পরে নিজেদের প্রথম শিরোপা জিততে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৪ বছর। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপ থেকে অপেক্ষায় ছিল অজিরা। অবশেষে তারা অধরা মাধুরী স্পর্শ করেছে ১৪ বছর পর। ২০২১ সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েটি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফিঞ্চ বাহিনী। অজিদের ইতিহাসে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়কে অন্যতম বড় প্রাপ্তি বলে অ্যাখ্যা দিলেন ফিঞ্চ।
ম্যাচ পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিঞ্চ বলেন, ‘এই জয় অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় প্রাপ্তি। গোটা টুর্নামেন্টে যে ভাবে ছেলেরা খেলেছে তাতে আমি গর্বিত। আমাদের জন্য টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট বাংলাদেশ ম্যাচ। আমাদের গ্রুপে সেই সময়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা হয়েছিল। সেখান থেকে যে ভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য।’
তিনি আরও যোগ করেন, ‘দলগত এবং ব্যক্তিগত ভাবে আমরা দারুণ পারফরম্যান্স করেছি। মাত্র কয়েক মাস আগেই ডেভিড ওয়ার্নারকে বাদের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। আমার প্লেয়ার অফ দি টুর্নামেন্ট অ্যাডাম জাম্পা। অসম্ভব ভাল বল করেছে। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, অসাধারণ ক্রিকেটার। মিচেল মার্শও অসম্ভব ভাল খেলছে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে চাপে ফেলেছে। চোট নিয়ে সেমিফাইনালে ওয়েড, স্টোযইনিসের সাথে জুটি বেঁধে যে ভাবে ম্যাচ বার করেছে, তা এক কথায় অনবদ্য।’