বাবর আজমকে ঘুরিয়ে স্বার্থপর বলায় গৌতম গম্ভীরকে পালটা দিলেন শাহিদ আফ্রিদি। এমনিতেই মাঠে ও মাঠের বাইরে গম্ভীরের সঙ্গে আফ্রিদির খটাখটি লেগেই থাকে। কারণে অকারণে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তোপ দাগা জারি থাকে থাকে দু'দেশের দুই তারকার। এবার বিশ্বকাপের আবহে বাবরকে নিয়ে করা মন্তব্যের জন্যই গম্ভীরকে এক হাত নিলেন শাহিদ।
চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বাবর আজম। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি বাবর। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ রানে আউট হন পাক দলনায়ক। পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ে গম্ভীর মন্তব্য করেন যে, বাবর আজমের উচিত স্বার্থপরের মতো ওপেন করতে না নেমে ফখর জামানকে রিজওয়ানের সঙ্গে শুরুতে ব্যাট করতে পাঠানো। ক্যাপ্টেন হিসেবে দলের স্বার্থের কথা ভাবা দরকার বাবরের।
আরও পড়ুন:- Video: বাউন্ডারির বাইরে থেকে শূন্যে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ Baby AB ডেওয়াল্ড ব্রেভিসের
গম্ভীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় Samaa TV-র আলোচনায় আফ্রিদি বলেন, ‘বাবরকে বলো ওকে (গম্ভীরকে) নিয়েও কিছু বলতে। আর যাই হোক ওকেও তো ঘরে ফিরতে হবে।’ আফ্রিদির ইঙ্গিত স্পষ্ট, শুধু পাকিস্তানকেই নয়, ভারতকেও নাকি অস্ট্রেলিয়া থেকে খালি হাতেই দেশে ফিরতে হবে।
আফ্রিদি আরও বলেন, ‘সমালোচনা হবেই। তবে ভেবেচিন্তে শব্দ ব্যবহার করতে হয়। সমালোচনাতেও এমন শব্দ ব্যবহার করা উচিত, যেটা খেলোয়াড়দের কাছে পরামর্শ হিসেবে বিবেচিত হবে এবং লোকেও যা সহজে বুঝতে পারবে। বাবরের কথা যদি ধরেন, তবে ও পাকিস্তানকে বহু ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিয়েছে। যেরকম ধারাবাহিকভাবে ও রান করেছে, পাকিস্তানের খুব কম ক্রিকেটারই তেমন করে দেখাতে পেরেছে। হতে পারে ও এই মুহূর্তে প্রত্যাশা পূরণ করতে পারছে না, তাই সমালোচনা সহ্য করতে হচ্ছে।’