চলতি টি-২০ বিশ্বকাপে ভারত ও জিম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে হেরে যাওয়ার পরে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পাকিস্তান দল। বাবর আজমদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকারা। এবার পাক টিম ম্যানেজমেন্টের প্রথম একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। তাঁর দাবি, পাকিস্তানের হাতে হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও তারা তাঁকে যাথযথ ব্যবহার করছে না।
গাভাসকর এক্ষেত্রে মহম্মদ ওয়াসিম জুনিয়রের দিকেই ইঙ্গিত করেন, যিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে একাই চারটি উইকেট নেন এবং ব্যাটে হাতে দু'টি অনবদ্য বাউন্ডারিও মারেন।
ইন্ডিয়া টুডের আলোচনায় গাভাসকর বলেন, ‘ওদের (পাকিস্তানের) সুস্থির একটা মিডল অর্ডার নেই। টি-২০ ম্যাচে ওরা আগে ফখর জামানকে ৩-৪ নম্বরে ব্যবহার করেছে। এখন ও কেবল স্কোয়াডে রয়েছে তবে প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। শান মাদুসকেও ব্যবহার করেছে, যদিও ও রান করেছে। তবে আমি মনে করি যে পাকিস্তানের প্রথম একাদশ নির্বাচন যথাযথ হয়নি।’
সানি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পরিবেশে বল সিম করাতে পারে এমন বোলার থাকলে সবসময় ব্যবহার করা উচিত। মহম্মদ ওয়াসিম যেমনটা করে দেখায় জিম্বাবোয়ের বিরুদ্ধে। তাছাড়া ও গোটা দু’য়েক দারুণ শটও খেলেছে। ওর মধ্যে প্রতিভা রয়েছে। ওদের (পাকিস্তানের) কাছে তো হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার রয়েছে। যদিও ও একেবারেই নতুন, তবে আমি কেবল ধারণা দিচ্ছি যে, ও তুলে মারতে পারে এবং সেই সঙ্গে ওভার দু'য়েক বলও করতে পারে। তা সত্ত্বেও ওরা ভারতের বিরুদ্ধে ওকে খেলায়নি। ওরা দু'জন স্পিনার খেলায়। সিডনিতে হলে না হয় ঠিক আছে, তবে অন্য মাঠে এমন ক্রিকেটার দরকার, যে ৩-৪ ওভার বল করার পাশাপাশি শেষের ওভারগুলোয় ৩০ রান সংগ্রহ করতে পারবে।'
উল্লেখ্য, মহম্মদ ওয়াসিমকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামায়নি পাকিস্তান। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে আসিফ আলিকে বসিয়ে তাঁকে মাঠে নামার সুযোগ করে দেন বাবররা। ওয়াসিম ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। পরে ব্যাট হাতে ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১২ রান করে নট-আউট থাকেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।