বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > কাঁধে চড়তে ভালোইবাসেন কোহলি- রোহিতের আগে যুবি, ভাজ্জির কাঁধে চড়েও মাঠে ছেড়েছেন- ভিডিয়ো

কাঁধে চড়তে ভালোইবাসেন কোহলি- রোহিতের আগে যুবি, ভাজ্জির কাঁধে চড়েও মাঠে ছেড়েছেন- ভিডিয়ো

রোহিত শর্মার আগে যুবরাজ সিং, হরভজন সিং-এর কাঁধে চেপেও মাঠ ছেড়েছেন কোহলি।

এশিয়া কাপ থেকেই কোহলি ছন্দে ফিরেছেন। বিশেষ করে সুপার ফোর রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরির পর আত্মবিশ্বাস বাড়ে কিং কোহলির। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে কোহলি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হয়।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে বিরাট কোহলির ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসটিকে এই ফর্ম্যাটে দেশের হয়ে খেলা সেরা ইনিংস হিসেবে অভিহিত করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এশিয়া কাপের আগে বিরাট কোহলি একেবারেই ছন্দে ছিলেন না। কিন্তু এশিয়া কাপ থেকে তিনি ছন্দে ফেরেন। বিশেষ করে সুপার ফোর রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরির পর আত্মবিশ্বাস বাড়ে কিং কোহলির। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে কোহলি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হয়।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে কোহলি আগুন- সচিনের রেকর্ড ভেঙে নয়া নজির বিরাটের

ম্যাচ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা উৎফুল্ল হয়ে মাঠের মধ্যে বিরাট কোহলিকে কাঁধে তুলে নেন। যদিও কোহলিকে তাঁর চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য সতীর্থদের তাঁকে কাঁধে তুলে নেওয়ার ঘটনা, এই প্রথম নয়। আরও দু'টি উপলক্ষ ছিল, যখন সতীর্থরা তাঁকে তাঁদের কাঁধে নিয়েছিল।

এর আগে, বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে, বিরাট কোহলি ৪৪ বলে ৭২ রান করে ভারতকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ম্যাচে যুবরাজের সঙ্গে হাফ সেঞ্চুরির জুটি গড়েন বিরাট কোহলি এবং ম্যাচ শেষে কোহলি অপরাজিত ছিলেন। আর সেই ম্যাচ জিতে প্যাভিলিয়নে ফেরার সময় কোহলিকে কাঁধে তুলে নিয়েছিলেন যুবরাজ সিং।

আরও পড়ুন: তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া উচিত ছিল-নো বল বিতর্কে সরব পাক প্রাক্তনীরা

২০১৬ সালে আবার ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট ম্যাচেও শক্তিশালী একটি ইনিংস খেলেছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ৫১ বলে ৮২ রান করেন কোহলি। সেই ম্যাচেও পাওয়ারপ্লে-তেই ওপেনারদের উইকেট পড়ে যায়। তার পরে কোহলি রায়না, যুবরাজ এবং ধোনির সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের পথে নিয়ে যান। একই সঙ্গে ম্যাচ শেষে কোহলিকে কাঁধে তুলে নেন হরভজন সিং।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানোর কয়েক মুহূর্ত পরে ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে আবেগে ভেসে যান কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বিরাট রাজ। গত বছর মরুশহরে অধিনায়ক থাকাকালীন পাকিস্তানের কাছে হারতে হয়েছিল। কিন্তু এ দিন রোহিতের মঞ্চে রাজত্ব করলেন কোহলি। ম্যাচ শুরুর আগে এক অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল। সাধারণত ম্যাচের আগে টিম হার্ডলে পেপ টক দেন অধিনায়ক। কিন্তু আজ মাঠে নামার আগে দেখা যায়, গোল করে দাঁড়িয়ে আছে ভারতীয় দল। হাত পা নেড়ে বিরাটসুলভ ভঙ্গিতে কিছু বোঝাচ্ছেন কোহলি। তখনই বোধহয় অদৃশ্য নেতা বনে গিয়েছিলেন। যার প্রতিফলন ঘটল বাইশ গজে। একটা সময় পাকিস্তান ধরেই নিয়েছিল, ম্যাচ তাঁদের পকেটে। কিন্তু হ্যারিস রউফের ওভারে ম্যাচের রং বদলে দেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ইনিংসকেই তাঁর সেরা বাছলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন