শেষ উইকেটে ৩২ রান করল আয়ারল্যান্ড। যা বিশ্বরেকর্ডও বটে! তবু জিততে পারল না আইরিশরা। সোমবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে জিম্বাবোয়ের কাছে ৩১ রানে হেরে গেল। প্রসঙ্গত, এ দিনের ম্যাচ ধরলে জিম্বাবোয়ে এই নিয়ে ৯টি টি-টোয়েন্টির মধ্যে আটটিতেই জয় পেল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল জিম্বাবোয়ে। তবে শুরুতে বেশ নড়বড় করছিল জিম্বাবোয়ের ইনিংস। দলের ১ রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। ৩৭ রানে পরপর ২ উইকেট পড়ে। স্বভাবতই শুরুতে কোণঠাঁসা হয়ে পড়ে জিম্বাবোয়ে।
আরও পড়ুন: শাহিন খেললেন,তবে পাক বোলারদের উড়িয়ে ব্রুক-কারান ঝড়,৬ উইকেটে সহজ জয় ইংল্যান্ডের
কিন্তু সিকান্দার রাজারে ৪৮ বলে ঝড়ো ৮২ রান জিম্বাবোয়েকে বড় রানের দিকে নিয়ে যায়। সিকান্দার ছাড়া ব্যাট হাতে জিম্বাবোয়ের আর কেউ আহামরি পারফরম্যান্স করেননি। ওয়েসলি মাধেভেরে ১৯ বলে ২২ করেন। এ ছাড়া লিউক জংউই ১০ বলে ২০ রানের অপরাজিত একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বাকিদের অবস্থা তথৈবচ। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জিম্বাবোয়ে।
আয়ারল্যান্ডের জোশ লিটল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার এবং সিমি সিং।
আরও পড়ুন: চিতার ক্ষিপ্রতায় রানআউট, অজিদের অবাক করা ক্যাচ, অনুশীলন ম্যাচেই ফাটাফাটি কোহলি- ভিডিয়ো
১৭৫ রানের লক্ষ্যে রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডও ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে। ১, ১৪, ১৯, ২২- সামান্য তফাতে চার উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ১০০ হওয়ার আগেই ৬ উইকেট তারা হারিয়ে বসে। উইকেট হারানোর ফলে স্কোরবোর্ডে রানের গতিও স্লো হয়ে পড়ে। শেষ উইকেটে ব্যারি ম্যাকার্থি (১৬ বলে অপরাজিত ২২) এবং জোশ লিটল (১১ বলে ৭) কিছুটা লড়াই করেছিলেন। তারা শেষ উইকেট অপরাজিত ৩২ রানও করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট ১৪৩ রানেই শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে কার্টিস ক্যাম্পার সর্বোচ্চ রান করেন। তাঁর সংগ্রহ ২২ বলে ২৭ রান। এ ছাড়া জর্জ ডকরেল এবং গ্যারেথ ডেলানি- দু'জনেই ২০ বলে ২৪ করে রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। জিম্বাবোয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। রিচার্ড এনগারভা এবং টেন্ডাই চাতারা ২ করে উইকেট নিয়েছেন। ৩১ রানে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াল জিম্বাবোয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।