একসময় ৩ ম্যাচে ৩ পয়েন্ট ছিল জিম্বাবোয়ের খাতায়। শেষ দু'টি ম্যাচ জিতলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার প্রবল সম্ভাবনা ছিল সিকন্দর রাজাদের সামনে। তবে পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টেক্কা দিলেও নেদারল্যান্ডসের কাছে সুপার টুয়েলভের ম্যাচ হেরে বসে জিম্বাবোয়ে। ফলে ভারত ও বাংলাদেশকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হাতছাড়া করে তারা।
অ্যাডিলেডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। সিকন্দর রাজা দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন। ২৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৮ রানের যোগদান রাখেন সিয়ান উইলিয়ামস। জিম্বাবোয়ের বাকি ব্যাটসম্যানরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পল ভ্যান মিকেরেন নেদারল্যান্ডসের হয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন ব্র্যান্ডন গ্লভার, লগান ভ্যান বিক ও বাস ডি'লিড। ১টি উইকেট পকেটে পোরেন ফ্রেড ক্লাসেন।
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ১৮ ওভারে ১২০ রান তুলে ম্যাচ জিতে যায়। যদিও ৫টি উইকেট খোয়াতে হয় তাদের। সুতরাং, ১২ বল বাকি থাকতে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে নেদারল্যান্ডস।
ম্যাক্স ও'দাউদ লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন। ২৯ বলে ৩২ রান করেন টম কুপার। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ রান করে অপরাজিত থাকেন বাস ডি'লিড। ২টি করে উইকেট নেন রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি। ১টি উইকেট নেন লিউক জংউই। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাক্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।