নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমকে দিয়েছিল স্কটল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বড় রানের ইনিংস গড়েও আয়ারল্যান্ডের কাছে হারতে হয় স্কটিশদের। তবে লিগের তৃতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে জিতলেই সুপার টুয়েলভের দরজা খুলে যেত তাদের সামনে। যদিও ডু-অর-ডাই ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরে বসে স্কটল্যান্ড। ফলে এবারের মতো তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হয় প্রথম রাউন্ডেই। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডের টিকিট নিশ্চিত করে জিম্বাবোয়ে।
হবার্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। তবে তারা ভয়ডরহীন ক্রিকেট উপহার দিতে পারেনি। ওপেনার জর্জ মুনসির হাফ-সেঞ্চুরিতে ভর করে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩২ রান সংগ্রহ করে।
মুনসি দলের হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। এছাড়া কালাম ম্যাকলেয়ড করেন ২৫ রান। বেরিংটনের অবদান ১৩ রানের। ২টি করে উইকেট নেন চাতারা ও রিচার্ড। ১টি করে উইকেট নেন মুজারাবানি ও সিকন্দর রাজা।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়েও অবশ্য স্বস্তিতে ছিল না মোটেও। তবে ক্যাপ্টেন ক্রেগ এরভাইন ও অল-রাউন্ডার সিকন্দর রাজা জুটি বেঁধে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষমেশ ১৮.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায় জিম্বাবোয়ে। ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে জিম্বাবোয়ে।
এরভাইন ৫৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন সিকন্দর রাজা। শুমবার অবদান ১১ রান। ২টি উইকেট নেন জোশ ডেভি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সিকন্দর রাজা।
নেট রান-রেটের নিরিখে আয়ারল্যান্ডকে টপকে বি-গ্রুপের এক নম্বর দলে পরিণত হওয়ায় সুপার টুয়েলভে ভারতের সঙ্গে গ্রুপ-টু'এ জায়গা করে নেয় জিম্বাবোয়ে। আয়ারল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে গ্রুপ-ওয়ান'এ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।