বাংলা নিউজ > ময়দান > ICC Test Ranking: টেস্ট র‌্যাঙ্কিংয়ে টপ ফাইভে এন্ট্রি পন্তের, ২,৫০৩ দিনে প্রথমবার দশের বাইরে কোহলি

ICC Test Ranking: টেস্ট র‌্যাঙ্কিংয়ে টপ ফাইভে এন্ট্রি পন্তের, ২,৫০৩ দিনে প্রথমবার দশের বাইরে কোহলি

এজবাস্টনে সফল ঋষভ পন্ত এবং ব্যর্থ বিরাট কোহলি। (ছবি সৌজন্যে রয়টার্স এবং এপি)

ICC Test Ranking July 2022: নয়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠলেন ‘স্পাইডারম্যান’ ঋষভ পন্তের। তারইমধ্যে বিরাট কোহলির জন্য খারাপ খবর থাকল। চার ধাপ নেমে ১৩ তম স্থানে আছেন তিনি।

এজবাস্টনে দুরন্ত শতরানের পুরস্কার পেলেন ঋষভ পন্ত। ব্যাটারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ ঢুকে পড়লেন ভারতীয় তারকা। পাঁচ ধাপ উত্থানের পর পঞ্চম স্থানে উঠে এলেন। তারইমধ্যে ২,৫০৩ দিনে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। চার ধাপ নেমে ১৩ তম স্থানে আছেন তিনি।

আইসিসির নয়া ক্রমপর্যায় অনুযায়ী, ব্যাটারদের তালিকার শীর্ষে নিজের জায়গা আরও পোক্ত করেছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে মগডালে বসে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) এবং বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)।

আরও পড়ুন: TNPL 2022: বল করলেই বেদম মার! TNPL-এ ৪ ওভারে ৫০ রান খরচ KKR তারকার, বাদ পড়বেন এবার?

বাবরের ঠিক পরেই আছেন ‘স্পাইডারম্যান’ পন্ত। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-তে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা। তাঁর পাঁচ ধাপ উত্থান হয়েছে। সেই পরিস্থিতিতে কেন উইলিয়ামসন প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছেন। ছয় নম্বরে নেমে গিয়েছেন তিনি। রোহিত শর্মাও এক ধাপ নেমে নয় নম্বরে চলে গিয়েছেন।

আরও পড়ুন: IND vs ENG: ‘ব্যাজবল’ নিয়ে হাসাহাসি দ্রাবিড়দের! ইংল্যান্ডে হারের পর ভাইরাল রাহুলের উত্তর

তবে জোরদার ধাক্কা খেয়েছেন বিরাট। নিজে যে মাইলফলক তৈরি করেছিলেন, সেইমতো রান করতে না পারায় চার ধাপ নেমে গিয়েছেন। আপাতত ১৩ নম্বরে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭১৪। অথচ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৩৭। যা ২০১৮ সালের ২২ অগস্ট হয়েছিল।

বন্ধ করুন