বাংলা নিউজ > ময়দান > ICC Test Rankings-এ রুটকে চারে নামিয়ে একে উঠলেন ল্যাবুশান, দশের মধ্যে ভারতের দুই

ICC Test Rankings-এ রুটকে চারে নামিয়ে একে উঠলেন ল্যাবুশান, দশের মধ্যে ভারতের দুই

মার্নাস ল্যাবুশান।

পার্থে প্রথম টেস্টের সময়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উভয় ইনিংসেই ল্যাবুশান ২০৪ এবং অপরাজিত ১০৪ রান করেছিলেন। এর পর ব্যাটসম্যানদের তালিকায় তিন থেকে একেবারে শীর্ষে উঠে আসেন ল্যাবুশান। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচে নতুন নজির গড়ার সুযোগ থাকবে তাঁর।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে জো রুটের রাজত্বের অবসান ঘটিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থ টেস্টে দ্বিশতরান করার পর টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ারের সেরা ৯৩৬ রেটিং নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক জো রুট সম্প্রতি টেস্টে এক নম্বর জায়গা দখল করেছিলেন, তবে পাকিস্তানে প্রথম টেস্টে গড় পারফরম্যান্সের পর শীর্ষস্থান হারিয়েছেন তিনি।

পার্থে প্রথম টেস্টের সময়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উভয় ইনিংসেই ল্যাবুশান ২০৪ এবং অপরাজিত ১০৪ রান করেছিলেন। এর পর ব্যাটসম্যানদের তালিকায় তিন থেকে একেবারে শীর্ষে উঠে আসেন ল্যাবুশান। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচে নতুন নজির গড়ার সুযোগ থাকবে তাঁর।

ভারত-বাংলাদেশ দ্বিতীয় ওডিআই-এর লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-ban-live-score-all-updates-of-india-vs-bangladesh-2nd-odi-of-the-series-at-shere-bangla-national-stadium-mirpur-31670387038202.html

জো রুট, যিনি এই বছর ১২টি টেস্টে পাঁচটি শতরান এবং একটি অর্ধশতরান করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন, পাকিস্তানে প্রথম টেস্ট ম্যাচে তিনি ২৩ এবং ৭৩ রান করেন। যার ফলে স্টিভ স্মিথ এবং বাবর আজমেরও নীচে ৪ নম্বরে নেমে যান রুট। কারণ বাবর এবং স্মিথ- দুই ব্যাটারই গত সপ্তাহে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে স্মিথ শুধু সেঞ্চুরিতে থামেননি। তিনি দ্বিশতরান হাঁকিয়ে ২০২১ সালের জানুয়ারির পর ফের ২ নম্বরে উঠে আসেন।

আরও পড়ুন: পরিবারকে ক্রিকেটের নোংরা রাজনীতিতে টানা হচ্ছে- অধিনায়ক হওয়ার আবেদন প্রত্যাহার ওয়ার্নারের

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরই আধিপত্য। ল্যাবুশান একে, দুইয়ে রয়েছেন স্টিভ স্মিথ এবং সাতে রয়েছেন উসমান খোয়াজা। আর দশে রয়েছেন ড্যারিল মিচেল। সেরা দশে রয়েছেন ভারতের মাত্র দুই ব্যাটসম্যান। ঋষভ পন্ত পঞ্চম স্থানে রয়েছেন এবং রোহিত শর্মা রয়েছেন নবম স্থানে। আর বিরাট কোহলি রয়েছেন ১১ নম্বরে।

বোলারদের তালিকায় আবার প্রথম দশে রয়েছেন ভারতের দুই তারকা। দুই নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চারে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এই তালিকায় প্যাট কামিন্স রয়েছেন এক নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা এক নম্বরে রয়েছেন। এ ছাড়াও এই তালিকায় তিন নম্বর স্থানটির দখল রেখেছেন অশ্বিন। যদিও দল হিসেবে ভারত টেস্টের এক নম্বর দল।

বন্ধ করুন