ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা লক্ষ্য তাদের। আর এইক্ষেত্রে ও যেন আইসিসি অনেকটাই নির্ভর করছে ভারতের ক্রিকেট বাজারের উপরে। ভারতের ক্রিকেট বাজার থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আয়,সেই আয়ের উত্তরোত্তর বৃদ্ধি এবং অবশ্যই কোটি কোটি ক্রিকেট পাগল ভক্ত সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট বাজারকে সামনে রেখেই এই লড়াই চালাচ্ছে আইসিসি। আর বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(কাউন্সিল) এবং লন্ডন অলিম্পিক কমিটির কাছে প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিপোর্ট জমা করা হচ্ছে আইসিসির তরফে।
পাশাপাশি ভারতের বাজারের জন্য বিপুল অঙ্কে বিক্রি হওয়া অলিম্পিক মিডিয়া সত্ত্বের চুক্তির অঙ্ককেও সামনে তুলে ধরেছে আইসিসি। আইসিসির তরফে জানানো হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতে মিডিয়া রাইটস বাবদ আইওসি বিপুল অঙ্কের টাকা লাভ করবে। আইসিসির তরফে বলা হয়েছে ' ভারতে আইওসির মিডিয়া রাইটস বিক্রি বাবদ আয় বিপুল পরিমাণে বেড়েছে আইওসির। এই আয় অন্ততপক্ষে ১৩০ মিলিয়ন ডলার বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ ২৬০ মিলিয়ন ডলার ও বৃদ্ধি পেতে পারে যদি ক্রিকেট খেলাটা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত করা হয়। এই যুক্তিই আমাদের তরফে দেখানো হয়েছে আইওসিকে।' এ
সম্প্রতি আইপিএল এবং আইসিসির মিডিয়া সত্ত্ব ভারতের বাজারে যে বিপুল পরিমাণ অর্থে বিক্রি হয়েছে তাও আইওসির সামনে তুলে ধরা হয়েছে। আইপিএলের সদ্য বিক্রি হওয়া মিডিয়া সত্ত্বের পরিমাণ ৩০০% বৃদ্ধি পেয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে ৪৮৩৯০ কোটি টাকায়। আইসিসির মিডিয়া সত্ত্বের টাকার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে ৪০০%। আইসিসির এই মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছে তিন বিলিয়ন ডলারে। যা আগেরবার আট বছরের জন্য বিক্রি হয়েছে ১.৫ বিলিয়ন ডলারে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন ' আমাদের কয়েক বিলিয়ন সমর্থক রয়েছে গোটা বিশ্বে।আর তাদের ৯০ শতাংশ মানুষ চায় অলিম্পিকে ক্রিকেট খেলাটা দেখতে।'