বাংলা নিউজ > ময়দান > ICC Women's Cricket WC: ভারতের বিরুদ্ধে ‘দ্বাদস সদস্য’ কোলের শিশু,সহযোদ্ধাকে নিয়ে স্টেডিয়ামে পাক অধিনায়ক

ICC Women's Cricket WC: ভারতের বিরুদ্ধে ‘দ্বাদস সদস্য’ কোলের শিশু,সহযোদ্ধাকে নিয়ে স্টেডিয়ামে পাক অধিনায়ক

পাক অধিনায়ক বিসমা মাহরুফ (ছবি - আইসিসি/টুইটার)

একটা সময় ক্রিকেট ছেড়ে দেবে ভেবেছিলেন, আজ সন্তানকে কোলে নিয়ে ভারতের বিরুদ্ধে নিজের দেশকে নেতৃত্ব দিচ্ছেন সেই বিসমা মাহরুফ।

আইসিসি মহিলা বিশ্বকাপে আজকে ভারত-পাক মহারণ। সেই ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়েই টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন পাক অধিনায়ক বিসমা মাহরুফ। এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেবে ভেবেছিলেন। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে। ব্যাট, শিশু দুটোই সামলাচ্ছেন সমান পারদর্শিতার সঙ্গে। এই আবহে নিউজিল্যান্ডে বিশ্বকাপে তাঁর সন্তানই এখন দলের ‘দ্বাদশ সদস্য’, ‘অনুপ্রেরণা’।

উল্লেখ্য, গতবছরই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেই নীতির লাভ তুলতে পেরেছেন মাহরুফ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের তরফে। তবে এর জন্য তাঁর বেতনে কোপ পড়েনি। মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তাঁর মনে। তবে সেই সংশয় মিটিয়ে দেয় পাক বোর্ড।

নিউজিল্যান্ডে দলের সঙ্গে মাহরুফের মা থাকবেন। যাতে তিনি ক্রিকেটে ফোকাস করতে পারেন। এবং তাঁর সন্তান যাতে একা না থাকে। পাশাপাশি মাহরুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দেন। তাঁর কথায়, তাঁর স্বামী তাঁকে মাঠে ফিরতে অনুপ্রেরিত করেছিলেন। তিনি বলেছিলেন যে মাহরুফ মাঠে ফিরে বাকি মহিলাদের জন্য অনুপ্রেরণা হতে পারেন। আর আজকে তিনি সেটাই করলেন। ২০০৬ সাল থেকে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলা মাহরুফ মাঠে ভারতের বিরুদ্ধে যেমনই খেলুন না কেন, তিনি উপমহাদেশে মহিলা ক্রিকাটেরদের জন্য এক বড় অনুপ্রেরণা।

বন্ধ করুন