বাংলা নিউজ > ময়দান > ICC Women's ODI Player Rankings: জায়গা ধরে রাখলেন মিতালি-ঝুলন, ২০ নম্বরে হরমনপ্রীত

ICC Women's ODI Player Rankings: জায়গা ধরে রাখলেন মিতালি-ঝুলন, ২০ নম্বরে হরমনপ্রীত

জায়গা ধরে রাখলেন মিতালি রাজ (ছবি:এএনআই)

সেরা ব্যাটারদের তালিকায় মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা যথাক্রমে রয়েছেন দ্বিতীয় ও অষ্টম স্থানে রয়েছেন।

হরমনপ্রীত কউরের দুর্দান্ত সেঞ্চুরির পর র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে গেলেন ভারতের মহিলা ব্যাটার। বর্তমানে ২০তম স্থানে জায়গা পেয়েছেন তিনি। ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ আইসিসি দ্বারা প্রকাশিত মহিলাদের ওয়ানডে ব্যাটসম্যানদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফর্মে ফিরেছিলেন হরমনপ্রীত। এই ইনিংসে ভারতকে জয় এনে দিয়ে নিউজিল্যান্ডকে 'ক্লিন সুইপ' করতে দেননি তিনি। সেরা ব্যাটারদের তালিকায় মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা যথাক্রমে রয়েছেন দ্বিতীয় ও অষ্টম স্থানে রয়েছেন। 

অলরাউন্ডার দীপ্তি শর্মা বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২তম নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে, ঝুলন গোস্বামীই একমাত্র ভারতীয় যিনি শীর্ষ দশে রয়েছেন। আইসিসি সেরা বোলারদের তালিকার চার নম্বর স্থানে রয়েছেন ঝুলন। 

ঝুলন গোস্বামীর পয়েন্ট ৬৯৫। আইসিসির মহিলাদের একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার জয় জয়কার। তিন বিভাগেই তালিকার শীর্ষে রয়েছেন অজি ক্রিকেটাররা। ব্যাটিং-এ ৭৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অ্যালিসা হিয়েলে। জেস জনাসেন রয়েছেন বোলারদের শীর্ষে। তার পয়েন্ট ৭৬২। এলিসে পেরি রয়েছেন অলরাউন্ডারদের শীর্ষে। তার পয়েন্ট ৪৩৮। 

বন্ধ করুন