বাংলা নিউজ > ময়দান > ICC Women's T20 World Cup 2023: এই ধারাবাহিকতা আর ছন্দ ধরে রাখতে হবে পরের ম্যাচগুলোতে- পরপর জয় এলেও সাবধানী হরমন

ICC Women's T20 World Cup 2023: এই ধারাবাহিকতা আর ছন্দ ধরে রাখতে হবে পরের ম্যাচগুলোতে- পরপর জয় এলেও সাবধানী হরমন

হরমনপ্রীত কাউর। ছবি: পিটিআই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ বল বাকি থাকতে ছয় উইকেটে বড় জয় তুলে নেয় ভারত। ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে।’

শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকায় চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল তারা। হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। ১১ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে নিয়ে কেপটাউনে বড় জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। সতীর্থদের ভালো পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতেও ভোলেননি তিনি। আর ম্যাচ শেষে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে।’

আরও পড়ুন: ফের জিতিয়ে মাঠ ছাড়লেন বঙ্গ তনয়া, টানা ২ ম্যাচে জয় ভারতের

জয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেছেন, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। ম্যাচ থেকে যা যা প্রত্যাশা ছিল, আমাদের সবটা পূরণ হয়েছে। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে সেটা ঘটেছে। আমরা টিম মিটিংয়ে দীপ্তির বোলিং নিয়ে কথা বলেছিলাম। ও শেষ ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি ছিল না। বোলিং কোচ ওকে সাহায্য করেছে। ওর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে। আজ ও ওর ফল পেয়েছে। রিচা আমাদের জন্য দারুণ এক জন পারফর্মার। ও এমন একজন যে ম্যাচটা আমাদের দিকে টেনে আনতে পারে। আমরা খুব খুশি যে, ও দারুণ ফর্মে রয়েছে। পরপর দুই ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি। এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই। আমরা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে চাই।’

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ইতিহাস দীপ্তির, যুজি-বুমরাহদেরও এই নজির নেই

কেপটাউনে এ দিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান করতে সমর্থ হয় তারা। ওপেনার স্টেফানি টেলর ৩০ বলে ৪২ রান করেন। স্ট্যান্ড ইন অধিনায়ক শেমাইন ক্যাম্পবেল করেন ৩০ রান। এ ছাড়া চেডিয়েন নেশন ২১ এবং শাবিকা গাজনবি ১৫ রান করেন। এছাড়া বলার মতন রান পাননি কোনও ব্যাটার।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন দীপ্তি শর্মা। ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল এবং ৬ উইকেট হাতে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এ দিন দলে প্রত্যাবর্তন হয়েছিল স্মৃতি মন্ধানার। প্রথম ম্যাচে আঙুলের চোটে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দলে ফেরেন স্মৃতি। তবে ৭ বলে ১০ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। অপর ওপেনার শেফালি বর্মা ২৩ বলে ২৮ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রিচা ঘোষ। মাত্র ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। তিনি ৩৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন করিশ্মা রামহরাক।

বন্ধ করুন