বাংলা নিউজ > ময়দান > U19 Women's WC: ভালো খেলেও বিপাকে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ?

U19 Women's WC: ভালো খেলেও বিপাকে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ?

লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ। (ছবি সৌজন্যে টুইটার @ICC)

ICC Women's U19 World Cup: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলেও এক ম্যাচ হেরেই কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় বাংলাদেশ। তারা লিগের তিন ম্যাচেই জয় তুলে নেয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠা বাংলাদেশের বিশ্বকাপ অভিযান ধাক্কা খায় সুপার সিক্স রাউন্ডের শুরুতেই। প্রথম রাউন্ডে অপরাজিত থাকলেও সুপার সিক্সের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসেন দিশা বিশ্বাসরা।

এই একটি ম্যাচ হেরেই বিপাকে বাংলাদেশ। তাদের সেমিফাইনালে ওঠার রাস্তা জটিল হয়ে দাঁড়ায়। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে সুপার সিক্সে হারিয়ে দিত, সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যেত।

যদিও শেষ চারে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়নি বাংলাদেশের সামনে। সুপার সিক্সের দ্বিতীয় তথা শেষ ম্যাচে তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিলে লড়াইয়ে ভেসে থাকবে তারা। তবে সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শেষ ম্য়াচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ এ-গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে ওঠে। তারা রান-রেটের নিরিখে সুপার সিক্সের ১ নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে ছিল। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশ নেমে যায় চার নম্বরে। দক্ষিণ আফ্রিকা উঠে আসে তিনে। ভারতকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে অস্ট্রেলিয়া উঠে আসে শীর্ষে।

আরও পড়ুন:- U19 Women's WC: শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত, কীভাবে আসবে সেমিফাইনালের টিকিটি?

সুপার সিক্সের ১ নম্বর গ্রুপের পয়েন্ট টেবিল:-

১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +২.৩৪৮)

২. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +১.৯০৫)

৩. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.৪৯০)

৪. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.২৬৮)

৫. শ্রীলঙ্কা: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -২.৯৫০)

৬. আমিরশাহি: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -৪.১৭৫)

অর্থাৎ, এই মুহূর্তে চারটি দল পয়েন্টের নিরিখে একই জায়গায় অবস্থান করছে। ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দখলে রয়েছে ৪ পয়েন্ট করে।

আরও পড়ুন:- ৬,২,৪,১,৬,৬, শেষ ওভারে ২৫ রান দিয়ে নাইট রাইডার্সকে ম্যাচ হারালেন রাসেল: ভিডিয়ো

শেষ ম্যাচে কারা কাদের বিরুদ্ধে মাঠে নামবে:-
ভারত রবিবার নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সোমবার অস্ট্রেলিয়ার লড়াই আমিরশাহির বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ আমিরশাহি।

সুপার সিক্সে পয়েন্ট সমান হলে সেমিফাইনালে ওঠার নিয়ম:-
যদি সুপার সিক্সে একাধিক দলের পয়েন্ট সমান হয়, তবে সুপার সিক্সের গ্রুপে যে দল বেশি ম্যাচ জিতবে তারা সেমিফাইনালে উঠবে। তার পরেও একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রান-রেট দেখা হবে। তাতেও যদি দু'দল সমতায় দাঁড়িয়ে থাকে, তবে মুখোমুখি লড়াইয়ের ফলাফল দেখা হবে।

প্রশ্ন: বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে কি?
উত্তর: হ্যাঁ রয়েছে।

প্রশ্ন: লড়াইয়ে টিকে থাকতে কী করতে হবে বাংলাদেশকে?
উত্তর: সুপার সিক্সের শেষ ম্যাচে আমিরশাহিকে বড় ব্যবধানে হারাতে হবে। সেই সঙ্গে দেখতে হবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে কোনও দু'দল যেন তাদের শেষ ম্য়াচে হারে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এবং ভারত যদি তাদের শেষ ম্যাচে জেতে, তাহলেও বাংলাদেশের শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে নেট রান-রেটে অন্তত দু'দলের থেকে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

প্রশ্ন: শেষ ম্যাচে আমিরশাহিকে হারালেও বাংলাদেশ ছিটকে যেতে পারে কি?
উত্তর: হ্যাঁ পারে। আমিরশাহিকে হারালে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৬। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ৬। অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে আমিরশাহিকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। ভারত তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও সংগ্রহে থাকবে ৬ পয়েন্ট। সবার পয়েন্ট সমান হওয়া ছাড়াও চার দলই সুপার সিক্স গ্রুপে ৩টি করে ম্যাচ জিতবে। সেক্ষেত্রে বাংলাদেশের নেট রান-রেট যদি কম হয়, তবে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.