বাংলা নিউজ > ময়দান > INDw vs NZw U19 WC: ঝোড়ো অর্ধশতরান শ্বেতার, বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস ভারতের
দাপুটে ব্যাটিং ভারতের। ছবি- বিসিসিআই টুইটার।

INDw vs NZw U19 WC: ঝোড়ো অর্ধশতরান শ্বেতার, বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস ভারতের

India vs New Zealand ICC Women's U19 T20 World Cup Semi-Final Live Score: দাপুটে বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডে নাগালে বাঁধে ভারত। পরে ৩৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান শেফালিরা।

প্রথম রাউন্ডে অপরাজিত থেকে চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নেয় ভারত। পরে সুপার সিক্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করেন শেফালিরা। এবার শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্মুখসমরে নামে ভারত। ফাইনালে উঠতে জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না শেফালিদের সামনে। শেষমেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন তাঁরা। ভারত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে আসছে। অস্ট্রেলিয়ার কাছে একটিমাত্র ম্যাচে হেরেছে তারা। জয় তুলে নিয়েছে বাকি পাঁচটি ম্যাচে।

27 Jan 2023, 04:15:12 PM IST

ম্যাচের সেরা চোপড়া

৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পার্শবী চোপড়া। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

27 Jan 2023, 04:04:37 PM IST

দাপুটে জয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। শ্বেতা শেরাওয়াত ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে নট-আউট থাকেন তৃষা। এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ। প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়েন শেফালিরা।

27 Jan 2023, 03:57:39 PM IST

সাজঘরে ফিরলেন তিওয়ারি

১২.২ ওভারে ব্রাউনিংয়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েব সৌমিয়া তিওয়ারি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২২ রান করেন তিন। ভারত ৯৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৃষা।

27 Jan 2023, 03:56:11 PM IST

শ্বেতার হাফ-সেঞ্চুরি

৮টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্বেতা শেরাওয়াত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯৪ রান। শ্বেতা ৫০ ও তিওয়ারি ২২ রানে ব্যাট করছেন।

27 Jan 2023, 03:48:44 PM IST

জিততে ২১ রান দরকার ভারতের

১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮৫ রান। জয়ের জন্য ৯ ওভারে ২০ রান দরকার তাদের। শ্বেতা ৩৬ বলে ৪৬ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ২২ বলে ১৭ রান করেছেন তিওয়ারি। মেরেছেন ৩টি চার।

27 Jan 2023, 03:43:55 PM IST

১০ ওভারে ৩৩ রান দরকার ভারতের

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৬ রান। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে ভারতের দরকার ৩২ রান। শ্বেতা ৩২ বলে ৪১ রান করেছেন। মেরেছে ৬টি চার। তিওয়ারি ২০ বলে ১৩ রান করেছেন। মেরেছেন ২টি চার।

27 Jan 2023, 03:37:48 PM IST

জয়ের গন্ধ পাচ্ছে ভারত

৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬ রান। ২৭ বলে ৩৫ রান করেছেন শ্বেতা। মেরেছেন ৬টি চার। ১৩ বলে ৯ রান করেছেন সৌমিয়া।

27 Jan 2023, 03:32:08 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল ভারত

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৫ রান। ষষ্ঠ ওভারে লগেনবার্গের বলে পরপর ৩টি চার মারেন শ্বেতা। তিনি ১৯ বলে ২৬ রান করেছেন। মেরেছেন মোট ৫টি চার। ৯ বলে ৭ রান করেছেন তিওয়ারি। তিনি ১টি চার মেরেছেন।

27 Jan 2023, 03:21:12 PM IST

শেফালি আউট

৩.৩ ওভারে ব্রাউনিংয়ের বলে জর্জিয়ার হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌমিয়া তিওয়ারি। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯ রান।

27 Jan 2023, 03:18:48 PM IST

ঝড়ের গতিতে রান তুলছে ভারত

৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ১৩ বলে ১৪ রান করেছেন শ্বেতা। মেরেছেন ২টি চার। ৬ বলে ৮ রান করেছেন শেফালি।

27 Jan 2023, 03:14:26 PM IST

দাপুটে শুরু শেফালিদের

২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২১ রান। নতাশার ওভারে ১টি চার মারেন শ্বেতা। ১টি চার মারেন শেফালি। ৯ বলে ৯ রান করেছেন শ্বেতা। ৩ বলে ৫ রান করেছেন শেফালি। ভারত ওয়াইডে ৭ রান অতিরিক্ত পেয়েছে।

27 Jan 2023, 03:07:29 PM IST

রান তাড়া শুরু ভারতের

শ্বেতা শেরাওয়াতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। বোলিং শুরু করেন অ্যানা ব্রাউনিং। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন শেফালি। দ্বিতীয় বলে ২ রান নেন শ্বেতা। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে ভারত।

27 Jan 2023, 02:56:25 PM IST

১০০ টপকে থামল নিউজিল্যান্ড

সেমিফাইনালে নিউজিল্যান্ডকে নাগালে বাঁধল ভারত। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। সুতরাং ফাইনালে উঠতে ভারতের দরকার ১০৮ রান। ইনিংসের শেষ বলে রান-আউট হন নাইট। তিনি ১১ বলে ১২ রান করেন। মারেন ১টি চার। ৬ বলে ৩ রান করে নট-আউট থাকেন নতাশা। তিতাস ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। অর্চনা ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।

27 Jan 2023, 02:50:30 PM IST

রান-আউট লগেনবার্গ

১৭.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন লগেনবার্গ। ৮ বলে ৪ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৯২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাইট। শেফালি ৪ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

27 Jan 2023, 02:48:42 PM IST

জর্জিয়াকে ফেরালেন অর্চনা

১৬.৫ ওভারে অর্চনা দেবীর বলে পার্শবী চোপড়ার হাতে ধরা পড়েন জর্জিয়া। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ২টি চার। নিউজিল্যান্ড ৯১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নতাশা।

27 Jan 2023, 02:40:45 PM IST

শেফালির শিকার কেট

১৫.১ ওভারে শেফালি বর্মার বলে মন্নত কাশ্যপের হাতে ধরা পড়েন কেট ইরউইন। ৮ বলে ২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৮৩ রানে ৬ উইকেট হারায়। হব্যাট করতে নামেন লগেনবার্গ। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৮৫ রান। ২৮ বলে ৩০ রান করেছেন জর্জিয়া। শেফালি ৩ ওভারে ৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

27 Jan 2023, 02:34:05 PM IST

এমার উইকেট তুলে নিলেন চোপড়া

১২.৬ ওভারে পার্শবী চোপড়ার বলে হৃষিতার হাতে ধরা পড়েন এমা ইরউইন। ১০ বলে ৩ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৭৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেট ইরউইন। চোপড়া ৪ ওভারে ১টি মেডেন-সহ ২০ রানেক বিনিময়ে ৩টি উইকেট ধকল করেন।

27 Jan 2023, 02:25:21 PM IST

শার্পকে ফেরালেন চোপড়া

১০.১ ওভারে পার্শবী চোপড়ার বলে সোনম যাদবের হাতে ধরা পড়েন ইজি শার্প। ১৪ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি ছয়। নিউজিল্যান্ড ৬৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এমা ইরউইন। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৬৬ রান। জর্জিয়া ১৯ বলে ১৯ রান করেছেন।

27 Jan 2023, 02:19:02 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। ১৫ বলে ১৭ রান করেছেন জর্জিয়া। ১৩ বলে ১৩ রান করেছেন শার্প। মন্নত কাশ্যপ ৪ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

27 Jan 2023, 02:11:08 PM IST

৫০ টপকাল নিউজিল্যান্ড

ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। জর্জিয়া ১৩ ও শার্প ১১ রানে ব্যাট করছেন।

27 Jan 2023, 02:06:50 PM IST

ইসাবেলাকে ফেরালেন চোপড়া

ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নেন পার্শবী চোপড়া। নিজের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন তিনি। ৬.৫ ওভারে চোপড়ার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইসাবেলা গেজ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ৪২ রানে ৩ উইকেট হারায়। ১০ রানে ব্যাট করছেন জর্জিয়া।

27 Jan 2023, 02:01:17 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে। ১৮ বলে ২৫ রান করেছেন ইসাবেলা গেজ। তিনি ৪টি চার মেরেছেন। ৮ বলে ৯ রান করেছেন জর্জিয়া। তিনি ১টি চার মেরেছেন।

27 Jan 2023, 01:55:56 PM IST

ব্যাট চালাচ্ছেন গেজ

চতুর্থ ওভারে মন্নতের শেষ বলে চার মারেন জর্জিয়া। পঞ্চম ওভারে তিতাসের বলে ৩টি চার মারেন গেজ। ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৭ রান। ১৪ বলে ১৬ রান করেছেন গেজ। ৬ বলে ৮ রান খরেছেন জর্জিয়া।

27 Jan 2023, 01:45:51 PM IST

ম্যাকলেয়ডকে ফেরালেন তিতাস

২.১ ওভারে তিতাস সাধুর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এমা ম্য়াকলেয়ড। ৫ বলে ২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইসাবেলা গেজ। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮ রান।

27 Jan 2023, 01:42:35 PM IST

ব্রাউনিংকে ফেরালেন মন্নত

শুরুতেই সাফল্য পেল ভারত। ১.৩ ওভারে মন্নত কাশ্যপের বলে সৌমিয়া তিওয়ারির হাতে ধরা পড়েন অ্যানা ব্রাউনিং। ৫ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জিয়া প্লিমার। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫ রান।

27 Jan 2023, 01:35:34 PM IST

ম্যাচ শুরু

ম্যাকলেয়ডকে নিয়ে ওপেন করতে নামেন ব্রাউনিং। বোলিং শুরু করেন তিতাস সাধু। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ব্রাউনিং। শেষ বলে ১ রান নেন ম্যাকলেয়ড। প্রথম ওভারে ২ রান ওঠে।

27 Jan 2023, 01:32:20 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

এমা ম্য়াকলেয়ড, অ্যানা ব্রাউনিং, জর্জিয়া প্লিমার, ইসাবেলা গেজ (উইকেটকিপার), ইজি শার্প (ক্যাপ্টেন), এমা ইরউইন,  কেট ইরউইন, পেজ লগেনবার্গ, নতাশা কডির, কাইলি নাইট ও অ্যাবিগালি হটন।

27 Jan 2023, 01:09:24 PM IST

ভারতের প্রথম একাদশ

শেফালি বর্মা (ক্যাপ্টেন), শ্বেতা শেরাওয়াত, সৌমিয়া তিওয়ারি, গঙ্গাদি তৃষা, রিচা ঘোষ (উইকেটকিপার), হৃষিতা বসু, তিতাস সাধু, মন্নত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শবী চোপড়া ও সোনম যাদব।

27 Jan 2023, 01:07:12 PM IST

টস জিতল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। সুতরাং, পোচেস্ট্রুমে টস জিতে রান তাড়া করবে ভারত।

27 Jan 2023, 12:54:58 PM IST

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত

সুপার সিক্সের ১ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকে ভারত। তারা নেট রান-রেটের নিরিখে টেক্কা দেয় অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে। সেমিফাইনালে তাদের লড়াই ২ নম্বর গ্রুপের রানার্স দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যদিও নিউজিল্যান্ড এখনও পর্যন্ত টুর্নামেন্টের কোনও ম্যাচ হারেনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.