গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করেছে ভারত। দেখে নেওয়া যাক সুপার সিক্সে শেফালিদের গ্রুপে কারা রয়েছে। কোন কোন দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত, নজর রাখা যাক সেদিকেও।
ডি-গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট +৪.০৩৯)
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +১.১০২)
৩. আমিরশাহি: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট -২.৪৮০)
৪. স্কটল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট -২.৫২৫)
কারা সুপার সিক্স রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে:-
প্রতিটি গ্রুপের প্রথম তিনটি করে দল যোগ্যতা অর্জন করে সুপার সিক্সে রাউন্ডের। চারটি গ্রুপের ৩টি করে মোট ১২টি দল সুপার সিক্স রাউন্ডের টিকিট পায়। সুপার সিক্সে ৬টি করে দল নিয়ে ২টি আলাদা গ্রুপ তৈরি করা হয়। ডি-গ্রুপ থেকে ভারত (১), দক্ষিণ আফ্রিকা (২) ও আমিরশাহি (৩) সুপার সিক্স রাউন্ডে ওঠে। তাদের সঙ্গে এ-গ্রুপের তিনটি দল বাংলাদেশ (১), অস্ট্রেলিয়া (২) ও শ্রীলঙ্কা (৩) সুপার সিক্স রাউন্ডের ১ নম্বর গ্রুপে যোগ দেয়। বি ও সি-গ্রুপের ৩টি করে মোট ৬টি দলকে নিয়ে তৈরি হয় সুপার সিক্স রাউন্ডের ২ নম্বর গ্রুপ।
সুপার সিক্সের ১ নম্বর গ্রুপ:-
ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আমিরশাহি।
সুপার সিক্সের ২ নম্বর গ্রুপ:-
নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও রওয়ান্ডা।
কীভাবে নির্ধারণ করা হবে সেমিফাইনালিস্ট:-
সুপার সিক্স রাউন্ডে প্রতিটি দল অন্য গ্রুপের ২টি দলের বিরুদ্ধে মাঠে নামবে। ভারত ডি-গ্রুপের ১ নম্বর দল। তাই তারা সুপার সিক্স রাউন্ডে এ-গ্রুপের ২ ও ৩ নম্বর দল যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে। একইভাবে এ-গ্রুপের ১ নম্বর দল বাংলাদেশ সুপার সিক্সে ডি-গ্রুপের ২ ও ৩ নম্বর দলের (দক্ষিণ আফ্রিকা ও আমিরশাহি) বিরুদ্ধে মাঠে নামবে। প্রথম রাউন্ডের সংগৃহীত পয়েন্ট বজায় থাকবে সুপার সিক্সেও। তবে চতুর্থ স্থানাধিকারী দলের (যে দল সুপার সিক্সে ওঠেনি) বিরুদ্ধে সংগ্রহ করা পয়েন্ট সুপার সিক্সে গ্রাহ্য হবে না। অর্থাৎ, প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ও আমিরশাহির বিরুদ্ধে ভারত যে (২+২) ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, সুপার সিক্সের সংগৃহীত পয়েন্ট যোগ হবে তার পর থেকে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত যদি সুপার সিক্সের ২টি ম্যাচই জেতে, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮ (৪+৪)। সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সুপার সিক্সের ২টি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
সুপার সিক্স রাউন্ডে ভারতের সূচি:-
২১ জানুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া (পোচেস্ট্রুম, বিকাল ৫টা ১৫)
২২ জানুয়ারি: ভারত বনাম শ্রীলঙ্কা (পোচেস্ট্রুম, বিকাল ৫টা ১৫)
আরও পড়ুন:- ILT20: ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি আন্দ্রে রাসেলের, তবু লজ্জার হার নাইট রাইডার্সের
সুপার সিক্সের ১ নম্বর গ্রুপের সম্মিলিত পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট +৪.০৮৩)
২. বাংলাদেশ: ম্যাচ-২, জয়-২, হার-০, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.৬৯১)
৩. অস্ট্রেলিয়া: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট +২.৪০৯)
৪. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.৪৫৭)
৫. শ্রীলঙ্কা: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -২.৯৫০)
৬. আমিরশাহি: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -৪.১৭৫)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।