চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে থেমে গেল বাংলাদেশের বিজয়রথ। প্রস্তুতি ম্যাচ মিলিয়ে টানা ৫টি জয়ের পরে শেষমেশ হার মানলেন দিশা বিশ্বাসরা। সুপার সিক্স রাউন্ডের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাথা নত করে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ২টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ও ভারতকে। পরে বিশ্বকাপের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচে তারা পরাজিত করে যথাক্রমে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করে। তবে দ্বিতীয় রাউন্ডের শুরুতেই ধাক্কা খেতে হয় তাদের।
যদিও এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়নি দিশাদের। বরং সুপার সিক্সের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আমিরশাহিকে বড় ব্যবধানে হারালে বাংলাদেশের সামনে শেষ চারের দরজা খুলে যেতে পারে।
পোচেস্ট্রুমে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। আফিয়া প্রত্যাশা ২১, মিষ্টি সাহা ১২, দিলারা আক্তার ১৭, শরনা আক্তার ২০, সুমাইয়া আক্তার ২৪ ও রাবেয়া খান ৮ রান করেন। খাতা খুলতে পারেননি মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯ রানে ৪টি উইকেট নেন কাইলা রেনেকে। ১টি করে উইকেট নিয়েছেন জেমা বোথা ও মিয়ান স্মিত।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্য়াচ জিতে যায়। এলান্দ্রি রেনসবার্গ ২, সাইমন লরেন্স ২৬, কাইলা রেনেকে ৪, ম্য়াডিসন ল্যান্ডসম্যান ৩৭, কারাবো মেসো ৩২ ও ওলুহলে সিয়ো ১ রান করেন। খাতা খুলতে পারেননি স্মিত।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন মারুফা। ম্যাচের সেরার পুরস্কার জেতেন ম্য়াডিসন।
বাংলাদেশের শেষ ৬টি ম্যাচের ফলাফল:-
১. প্রস্তুতি ম্যাচে ৭ রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে।
২. প্রস্তুতি ম্যাচে ভারতকে ৩ রানে পরাজিত করে।
৩. বিশ্বকাপের প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৪. বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে পরাজিত করে।
৫. বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারায়।
৬. সুপার সিক্সের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।