বাংলা নিউজ > ময়দান > ICC Women's WC: মেগের অবিশ্বাস্য ক্যাচ, ফিটনেসের তুঙ্গে অজিরা

ICC Women's WC: মেগের অবিশ্বাস্য ক্যাচ, ফিটনেসের তুঙ্গে অজিরা

মেগ ল্যানিংয়ের সেই চমকপ্রদ ক্যাচ।

৯.৫ ওভারে এলিসে পেরির বলে দিয়েন্দ্রা ডটিনের ব্যাটের কোণায় লেগে ক্যাচ ওঠে। অজি উইকেটকিপার অ্যাশলে হিলি ক্যাচটি ধরার চেষ্টা করলেও আয়ত্তের মধ্যে পাননি। অসম্ভব কঠিন ক্যাচটি প্রায় ত্রিভঙ্গ অবস্থায় লাফিয়ে ধরেন মেগ। সম্ভবত কেউ ভাবতেও পারেননি, ক্যাচটি ধরতে পারবেন মেগ।

বিশ্বকাপে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে তাদের বিজয় রথ তরতর করে এগিয়ে নিয়ে চলেছে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অজিরা লিগের শীর্ষ স্থান ধরে রাখল। তবে তাদের দুরন্ত পারফরম্যান্সের মাঝে যা সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল মেগ ল্যানিংয়ের একটি দুরন্ত ক্যাচ।

৯.৫ ওভারে এলিসে পেরির বলে দিয়েন্দ্রা ডটিনের ব্যাটের কোণায় লেগে ক্যাচ ওঠে। অজি উইকেটকিপার অ্যাশলে হিলি ক্যাচটি ধরার চেষ্টা করলেও আয়ত্তের মধ্যে পাননি। অসম্ভব কঠিন ক্যাচটি প্রায় ত্রিভঙ্গ অবস্থায় লাফিয়ে ধরেন মেগ। সম্ভবত কেউ ভাবতেও পারেননি, ক্যাচটি ধরতে পারবেন মেগ। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, ফিটনেসের দিক থেকে মেয়েরাও কোনও অংশে পিছিয়ে নেই।

ওয়েলিংটনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানরা শুরুতে ব্যাট করতে নামলে, ব্যাটিং লাইন আপে একেবারে ধস নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যারিবিয়ান ক্যাপ্টেন স্টেফানি টেলরের কষ্টার্জিত হাফ-সেঞ্চুরিও ওয়েস্ট ইন্ডিজকে নিরাপদ লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। বরং অজি বোলারদের দাপটের সামনে ক্যারিবিয়ান ব্যাটারদের কার্যত অসহায় দেখায়। একা কুম্ভ হয়ে লড়াই চালান টেলর। বাকিরা কেউই প্রতোরোধ গড়তে পারেননি।

তারা ৪৫.৫ ওভারে ১৩১ রানে অল-আউট হয়ে যায়। টেলর ৫০ রান করে আউট হন। ৯১ বলের ইনিংসে তিনি ৩টি বাউন্ডারি মারেন। এছাড়া ডটিন ১৬, ক্যাম্পবেল ২০, হেনরি ১০ ও আলিয়া ১০ রান করেন। ম্যাথিউজ, নাইট ও নেশন খাতাই খুলতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে ২২ রানে ৩ উইকেট নেন এলিস পেরি। ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন অ্যাশলেই গার্ডনার। ১৮ রানে ২টি উইকেট দখল করেন জেস জোনাসেন। ২৩ রানে ১টি উইকেট নিয়েছেন মেগান।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয়। রাচেল হেইন্স ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। ব্যক্তিগত ২৮ রানে নট-আউট থাকেন বেথ মুনি। ১০ রান করেন পেরি। ১টি করে উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউজ, কনেল ও হেনরি। ১১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন পেরি।

বন্ধ করুন